ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিবকে নিয়ে সতীর্থদের সতর্ক করলেন কোহলি

সাকিবকে নিয়ে সতীর্থদের সতর্ক করলেন কোহলি

টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে আজ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রয়েছে খানিকটা শঙ্কা। যদিও অনুশীলনে সাবলিল দেখা গিয়েছিল সাকিবকে। তার রানিং আর ব্যাটিং দেখে যে কারো মনে হতে পারে- সুস্থ আছেন সাকিব। দলের ফিজিও বায়েজিদুল ইসলামকে নিয়ে প্রথমে ছোট ছোট রানিং করেন টাইগার অধিনায়ক। এরপর তিনি ধাপে ধাপে বড় রানিংয়ে যান। জয়ের জন্য তৃষ্ণার্ত টাইগারদের পরবর্তী ম্যাচে যে নিয়মিত অধিনায়কের উপস্থিতি খুব প্রয়োজন। বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে হলে অবশ্যই অধিনায়ক ও পারফর্মার সাকিবের কোনো বিকল্প নেই! ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন সাকিবও। ভারতও ধরে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলবেন।

তাই বাংলাদেশের বিপক্ষে নামার আগে সাকিব আল হাসানের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন বিরাট কোহলি। বাংলাদেশের অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনের সামনে সেরা ক্রিকেট খেলার বিকল্প নেই, বললেন ভারতের তারকা ব্যাটসম্যান। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ নিজেদের চতুর্থ ম্যাচে লড়বে বাংলাদেশ ও ভারত। ম্যাচে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ থাকবে দুই দলের বড় দুই তারকা সাকিব ও কোহলির ওপর। ওয়ানডেতে দুজনের মুখোমুখি দ্বৈরথও সবসময় জাগায় বাড়তি রোমাঞ্চ। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে ১৪ বার মুখোমুখি হয়েছেন সাকিব-কোহলি। ভারতের সাবেক অধিনায়ককে পাঁচবার আউট করেছেন সাকিব। এর মধ্যে গত ডিসেম্বরে তিন ম্যাচের সিরিজে দুইবার সাকিবের শিকার কোহলি। বিপরীতে সাকিবের বিপক্ষে ব্যাট হাতে ১৪৮ বল খেলে ১৪০ রান নিয়েছেন কোহলি। আরো একটি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে স্টার স্পোর্টসের প্রকাশিত ভিডিওতে সাকিবের প্রশংসা করলেন কোহলি। ‘সাকিব অনেক বেশি অভিজ্ঞ। আমি তার বিপক্ষে অনেক খেলেছি। তার বোলিংয়ের নিয়ন্ত্রণ দুর্দান্ত। নতুন বলে দারুণ বোলিং করে। ব্যাটসম্যানকে বোকা বানাতে পারেন তিনি। খুবই কিপটে বোলিং করেন।’ ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এই ধরনের বোলারদের বিপক্ষে নিজের সেরা খেলাটা খেলতে হয়। কারণ, আপনি এটি না করলে তারা চাপ সৃষ্টি করবে এবং আপনাকে আউট করার সুযোগ বেড়ে যাবে।’ একই ভিডিওতে কোহলিকেও প্রশংসায় ভাসান সাকিব। পাশাপাশি আরো একবার সময়ের সেরা ব্যাটসম্যানদের একজনকে আউট করার আশাও জানিয়ে রাখেন বাংলাদেশ অধিনায়ক। ‘সে (কোহলি) স্পেশাল ব্যাটসম্যান। খুব সম্ভবত আধুনিক যুগের সেরা ব্যাটসম্যান। আমার মনে হয়, আমি সৌভাগ্যবান যে তাকে পাঁচবার আউট করতে পেরেছি। অবশ্যই তাকে আবার আউট করতে পারলে অনেক খুশি হব।’ এখন পর্যন্ত তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। আফগানিস্তানকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচে হেরেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠে খেলা, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাই হয়তো এগিয়েই থাকবে ভারত। তবে এটি বড় করে দেখতে চান না কোহলি। ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কোনো দুর্বল দল নেই। বিশ্বকাপে সব সময় বড় দলের ওপর মনোযোগ রাখা হয়। কিন্তু প্রতিবার কোনো না কোনো অঘটন ঘটে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত