আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩

কত বছর পর সাকিবকে ছাড়া বিশ্বকাপ খেলল বাংলাদেশ?

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

কিটব্যাগ পিঠে নিয়ে পুরো প্রস্তুত হয়েই মাঠে এসেছিলেন সাকিব আল হাসান। এরপর কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেট দেখলেন। ব্যাট হাতে অনুশীলনও করলেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। কিন্তু টসের সময় যেন বিনা মেঘে বজ্রপাত। রোহিত শার্মার সঙ্গে টস করতে নামলেন নাজমুল হোসেন শান্ত। এ সময় তিনি জানান, ‘সাকিব কিছুটা ‘স্ট্রাগল’ করছেন। তার জায়গায় নাসুমকে নিয়েছি আমরা।’ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ হাথুরুসিংহে জানিয়েছিলেন, এমআরআই স্ক্যান রিপোর্ট দেখে ম্যাচের দিন সকালে তার খেলার সিদ্ধান্ত নেয়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত বোলিং কিংবা রানিং বিটুইন দা উইকেট নিয়ে ঝুঁকি না নিতেই ভারতের বিপক্ষে খেলানো হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারকে। শেষবার কবে বিশ্বকাপের ম্যাচে সাকিব আল হাসানকে দেখেননি আপনি? এমন এক প্রশ্ন করা হলে স্মৃতির পাতা ওল্টাতে হবে অনেকটা সময় ধরে। ২০০৭ সালে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল এই ভারতের বিপক্ষে। সেদিন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিই, রাহুল দ্রাবিড়দের বিপক্ষে নেমেছিলেন বাংলাদেশের তিন তরুণ। তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের পাশাপাশি ছিলেন সাকিব আল হাসান। এরপর প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশের বিশ্বকাপের দলে অবিচ্ছেদ্য অংশ হয়েছিলেন সাকিব। মাঝে ২০১১ সালে ছিলেন অধিনায়ক। আর ২০১৯ বিশ্বকাপে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য এক উচ্চতায়। মাঝের এতগুলো বছর পর ভারতের সঙ্গে আরেকটি ম্যাচেই চোটের কারণে দলের বাইরে বাংলাদেশ অধিনায়ক। মাঝের ১৬ বছরে বিশ্বকাপে বাংলাদেশের সবকটি ম্যাচ খেলেছেন সাকিব। সবশেষ ২০০৩ সালের বিশ্বকাপে সাকিবকে ছাড়া কোনো ম্যাচ খেলেছে বাংলাদেশ। তখনো অভিষেকই হয়নি এই অলরাউন্ডারের অলরাউন্ডারের। অবশ্য বিশ্বকাপে সব ম্যাচ খেললেও বিগত ৫ বছরে বিভিন্ন কারণেই অনুপস্থিত ছিলেন সাকিব আল হাসান। শেষ ৫ বছরে সাকিবকে ছাড়া ২৫ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যেখানে ১২ জয়ের বিপরীতে পরাজয়ের সংখ্যা ১৩টি। আর সাকিব খেলেছেন এমন ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৯ বার আর জিতেছে ৩০ বার। জয়ের হার ৬১ শতাংশের বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছিলেন সাকিব। গেল কয়েক দিন ধরে আলোচনা চলছিল তাকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই মাঠে নামে নামে টাইগাররা।