বিশ্বকাপে আইসিসি’র সেরা ১০ ফিল্ডার

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

গত ৫ অক্টোবর মাঠে গড়িয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারতের মাটিতে চলমান এই টুর্নামেন্টে এরই মধ্যে ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে অনেকেই ব্যাটিং-বোলিংয়ে চমক দেখাচ্ছেন। আবার অনেকে দুর্দান্ত ফিল্ডিং করে ওঠে আসছে আলোচনায়। চলমান বিশ্বকাপের প্রথম ১৬ ম্যাচ শেষে সেরা দশ ফিল্ডারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেরা দশ ফিল্ডারের তালিকায় সর্বোচ্চ দুইজন করে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে। এছাড়া একজন করে সুযোগ পেয়েছে আফগানিস্তান ও ইংল্যান্ড থেকে। তবে সেই তালিকায় সুযোগ হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা (ইমপ্যাক্ট) ফিল্ডার ভারতের। সর্বোচ্চ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। রান বাঁচানো এবং চাপের মুহূর্তে দুর্দান্ত ফিল্ডিং করে ২২.৩০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার। কোহলির পর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চারটি ক্যাচ ধরা ইংল্যান্ডের জো রুট। তারকা এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ২১.৭৩। এ তালিকায় ৩ নম্বরে আছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনারের পয়েন্ট ২১.৩২। ১৫.৫৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের শাদাব খান, পয়েন্ট ১৫.১৩। এছাড়া সেরা দশে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, আফগানিস্তানের রহমত শাহ, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, পাকিস্তানের ফখর জামান এবং ভারতের ঈশান কিষান।