ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেইমারের মৌসুমই শেষ শঙ্কায় কোপা আমেরিকা

নেইমারের মৌসুমই শেষ শঙ্কায় কোপা আমেরিকা

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার জুনিয়র। স্ট্রেচারে তোলার সময় নেইমারের কান্না দেখেই খারাপ কিছুর আশঙ্কা করা হয়েছিল। অবশেষে শঙ্কাই সত্যি হয়েছে। গুরুতর চোটেই পড়েছেন নেইমার। এই ব্রাজিলিয়ান তারকার অগ্রবর্তী ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এবং মেনিস্কাস সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছে। যে কারণে চলতি মৌসুমে ৩১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি আগামী কোপা আমেরিকায় তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নেইমার নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি জানান তিনি। এছাড়াও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও তার ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতিতে একই তথ্য জানিয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে বাজেভাবে নিকোলাস দে লা ফাউল করেন নেইমারকে। চোখে জল নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বিবৃতিতে জানায়, এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছে নেইমার। দিনক্ষণ চূড়ান্ত না হলেও তারা জানিয়েছে নেইমারের অস্ত্রোপচার করানো হবে। চার মাসের রিকভারি শেষে খেলায় ফিরে আবারও মাঠের বাইরে চলে যাওয়ার হতাশা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন নেইমার। দুঃসময়ে সবাইকে পাশেও চেয়েছেন তিনি। ‘এটা খুবই বাজে একটা মুহূর্ত, জঘন?্য। আমি জানি, আমি শক্ত, কিন্তু এবার বন্ধুদেরকে (পরিবার ও বন্ধু) আমার আরও বেশি প্রয়োজন। চোট ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া সহজ নয়, কল্পনা করে দেখুন ৪ মাসের রিকভারি শেষে মাঠে ফিরে আবারও এর মধ্যে দিয়েই যাওয়া।’

‘আমার বিশ্বাস আছে, খুব বেশিই আছে কিন্তু আমি সবটুকু সৃষ্টিকর্তার হাতে সমর্পন করছি, যেন তিনি আমাকে পুনরায় মাঠে ফিরতে দেন। সবাইকে ভালোবাসা ও সমর্থন জানানো বার্তা দেয়ার জন্য ধন্যবাদ। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এই গ্রীষ্মেই পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন। এ মৌসুমে মাত্র ৫টি ম্যাচ খেলতে পেরেছেন এই ফরোয়ার্ড। সাম্প্রতিক বছরগুলোতে চোটের থাবায় বারবার থমকে যাচ্ছে তার পথচলা। পিএসজির হয়েও গত দুই মৌসুমে একাধিক মাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। সেসময় গোঁড়ালির চোট তাকে বেশ ভুগিয়েছে। গত কাতার বিশ্বকাপেও চোটের কারণে খেলতে পারেননি দুটি ম্যাচ। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে সেসময় ২২ বছর বয়সী নেইমার কলম্বিয়ার হুয়ান সুনিগার ভয়ঙ্কর ট্যাকলে মেরুদণ্ডে চোট পেয়েছিলেন। যদিও নেইমারকে ছাড়া কলম্বিয়ার বিপক্ষে জিতে সেমি-ফাইনালে উঠেছিল ব্রাজিল। কিন্তু দলের সেরা তারকাকে ছাড়া জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছিল ৭-১ গোলে। সবশেষ মন্তেভিদিওর ম্যাচেও উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হারে ব্রাজিল। দারউইন নুনেস ও দে লা ক্রুসের গোলে ২২ বছর পর বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়নদের হারায় উরুগুয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত