ওয়ালটন আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশি-বিদেশি দাবাড়ুদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩।’ গত শনিবার মানহা’স ক্যাসেলের হলরুমে এই প্রতিযোগিতার উদ্বোধন হলেও খেলা শুরু হবে আগামী ২৪ অক্টোবর। যেখানে বাংলাদেশ ও ভারতেরর গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার ও রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। মানহা’স ক্যাসেলের আয়োজনে প্রতিযোগিতাটি একটি ব্যক্তিগত ইভেন্ট। যেখানে দেশি ও বিদেশি দাবাড়ুরা অংশ নিতে পারবেন।

সাত দিনব্যাপী ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার বিজয়ীদের মোট নগদ এক লক্ষ বিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন গ্রুপ প্রতি বছর বাংলাদেশ দাবা ফেডারেশনের অনেকগুলো আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকি। আন্তর্জাতিক রেটিং দাবায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছি। শুধু তাই নয়, আমরা মানহা’স ক্যাসেলের সঙ্গেও দাবা প্রতিযোগিতা আয়োজন করছি। তারই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হয়েছি।’ মানহা’স ক্যাসেলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘দ্বিতীয়বারের মতো আমাদের এই ধরনের প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করায় ওয়ালটনকে ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও তাদের আমরা পাশে পাব।’