বঙ্গবন্ধু আন্তর্জাতিক তায়কোয়ান্দো শুরু

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন। নাম বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ। আট দেশের প্রায় সাতশ’জন তায়কোয়ান্দোকারের অংশগ্রহনে শুরু হয়েছে প্রতিযোগিতা। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় বাংলাদেশে দক্ষি কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান, থাইল্যান্ড, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালয়েশিয়া। যেখানে বাংলাদেশের ৩৭৫ জন এবং বাকি সাত দেশের ৩২৫ জন তায়কোয়ান্দোকা লড়ছেন ১৩৫টি স্বর্ণপদকের জন্য।