জাতীয় সাঁতারে নৌবাহিনী সেরা

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৩৫টি স্বর্ণ, ২৪টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। আটটি স্বর্ণ, ১৭টি রুপা ও ১৮টি ব্রোঞ্জ জিতে সেনাবাহিনী দ্বিতীয় এবং একটি স্বর্ণ ও ৯টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। শেষ দিনে আরো একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ছেলেদের ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর রাফিউল ইসলাম রাফি ৫৮.৪৫ সেকেন্ড সময় নিয়ে গত বছর গড় (৫৯.৮৩ সেকেন্ড) নিজের গড়া রেকর্ড ভেঙেছেন। সব মিলিয়ে ছয়টি নতুন রেকর্ড হয়েছে এবারের আসরে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দে সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। এদিকে এবারের আসরে ক্যারিয়ারের ইতি টানেন দেশসেরা অন্যতম সাঁতারু মাহফিজুর রহমান সাগর। তাকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সতীর্থরা। বিকেএসপির সাঁতারু সাগর দেড় যুগ পুলে কাটান।