ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে মাহমুদউল্লাহর রেকর্ড

বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে মাহমুদউল্লাহর রেকর্ড

এশিয়া কাপের দলে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। তা নিয়ে জল কম ঘোলা হয়নি। অনেকে ধারণা করেছিল হয়তো বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হবে এই অলরাউন্ডারের। মিডল অর্ডারের বিশ্বস্ত এই ব্যাটারকে দলে ফেরাতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধনও করেছে তার সমর্থকরা। এরপর অনেক আলোচনা-সমালোচনার পর বিশ্বকাপে জায়গা পান তিনি। সুযোগ পেয়েই বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ প্রমাণ দিয়ে যাচ্ছেন রিয়াদ। দলের যখনই প্রয়োজন হয় তখন ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন। তার উইলো থেকে বের হচ্ছে দুর্দান্ত সব ইনিংস। অথচ এমন ব্যাটারকে বাদ দিয়েই বিশ্বকাপে আশার চিন্তা করছিল বাংলাদেশ দল। চলতি বিশ্বকাপে বাংলাদেশ চারটি ম্যাচ খেলে একটিতে জয় ও তিনটিতে হারের মুখ দেখেছে। এর মধ্যে তিনটি ম্যাচে স্কোয়াডে থাকলেও ব্যাট হাতে মাঠে নামতে পেরেছে দুই ম্যাচে। একটি ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি। বিশ্বকাপে মাহমুদউল্লাহ আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে স্কোয়াডে ছিলেন। কিন্তু প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ব্যাটিং করার সুযোগ পাননি। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে ব্যাটিং করতে নেমে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এ অভিজ্ঞ ক্রিকেটার। কিউইদের বিপক্ষে আট নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৯ বলে ২ চার ও সমান ছয়ে খেলেন অপরাজিত ৪১ রানের ইনিংস। আর বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সাত নম্বরে ব্যাট করে ৩৬ বলে ৩ ছয় ও সমানে চারে করেছেন ৪৬ রান। ভারতের বিপক্ষে প্রথম ছয় মারার সঙ্গে সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ছয়ের মালিক বনে যান মাহমুদউল্লাহ। তার পেছনেই রয়েছেন মুশফিকুর রহমান, সাকিব আল হাসান ও লিটন দাস। বর্তমানে বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে মাহমুদউল্লাহর ছয় হলো ১৬টি। দ্বিতীয় স্থানে থাকা মুশফিকের ছয় ১৩টি, তৃতীয় স্থানে থাকা সাকিবের ছয় ১০টি এবং চতুর্থ স্থানে থাকা লিটনের ছয় ৭টি। এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বিশ্বকাপে ছয় হাঁকিয়েছেন ৭টি। মাহমুদউল্লাহ বিশ্বকাপে ১৬টি ছয় মারতে ২০ ম্যাচে ১৭ ইনিংস খেলেছেন। মুশফিক ১৩টি ছয় মারতে ৩৩ ম্যাচে ৩২ ইনিংস খেলেছেন এবং সাকিব ১০টি ছয় মারতে ৩২ ম্যাচে ৩২ ইনিংস খেলেছেন। আর বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ছয়ের মালিক মাহমুদউল্লাহ। প্রথম অবস্থানে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি মেরেছেন ১০৩টি ছয়। দ্বিতীয় স্থানে থাকা মুশফিকের ছয় ৯৮টি। আর তৃতীয় স্থানে থাকা মাহমুদউল্লাহর ছয় ৮৩টি। চলতি বিশ্বকাপেই তামিমকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছয়ের মালিক হওয়ার সুযোগ রয়েছে মুশফিকের সামনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত