বঙ্গবন্ধু ওপেন তায়কোয়ান্দো শুরু

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আপাতত বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থীরা ছুটিতে। কিন্তু দেখলে মনে হবে না, ফাঁকা। গত শুক্রবার আট দেশের প্রায় সাতশ’জন তায়কোয়ান্দোকার অংশগ্রহণে গমগম করছে বিকেএসপি। প্রথম বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, থাইল্যান্ড, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালয়েশিয়ার তায়কোয়ান্দোকারা ১৩৮টি স্বর্ণপদকের জন্য লড়ছেন। প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘দেশের খেলাধূলা এগিয়ে নিতে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। যার সবশেষ উদাহরণ জাতির পিতা বঙ্গবন্ধুর নামে প্রথমবার দেশে বসেছে প্রথম বঙ্গবন্ধু আন্তর্জাতিক ওপেন তায়কোয়ান্দো প্রতিযোগিতা। আমি এই টুর্নামেন্টের সর্বাঙ্গীন সাফল্য কামণা করছি।