নাচোর নিষেধাজ্ঞা কমায় বিস্মিত বার্সা কোচ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

রিয়ায় মাদ্রিদের ডিফেন্ডার নাচো ফের্নান্দেসের নিষেধাজ্ঞা কেন কমানো হয়েছে, বুঝতে পারছেন না জাভি হার্নান্দেজ। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটির এমন সিদ্ধান্তে খুবই অবাক হয়েছেন বার্সেলোনা কোচ। লা লিগায় গত ৩০ সেপ্টেম্বর জিরোনার বিপক্ষে রিয়ালের ৩-০ গোলে জয়ের ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো পোর্তুকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন নাচো।

ওই ঘটনায় শুরুতে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। রিয়ালের আপিলের পরিপ্রেক্ষিতে পরে নিষেধাজ্ঞা কমিয়ে দুই ম্যাচ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটি। ফলে আগামী ২৮ অক্টোবর মৌসুমের প্রথম ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন নাচো। গত বছর বার্সেলোনার ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কির নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে গত শুক্রবার সংবাদ সম্মেলনে জাভি বলেন, নাচোর শাস্তি কমায় অবাক হয়েছেন তিনি। ‘এটি সত্যিই বিস্ময়কর। গত বছর রবার্ত লেভানদোভস্কিকেও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, কারণ সে তার নাক স্পর্শ করেছিল এবং সেই নিষেধাজ্ঞা কমানো হয়নি, তাই নাচোর নিষেধাজ্ঞা কমিয়ে দুই ম্যাচ করার সংবাদ দেখাটা ছিল আশ্চর্যের ব্যাপার।’ গত বছরের নভেম্বরে লা লিগায় ওসাসুনার বিপক্ষে দুইবার হলুদ কার্ড দেখেন লেভানদোভস্কি। দ্বিতীয় কার্ড পাওয়ার পর নাক চেপে মাঠ ছাড়েন তিনি। পোলিশ তারকার ওই আচরণকে রেফারির প্রতি ‘অসম্মানজনক’ হিসেবে দেখা হয়েছিল এবং তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। অলিম্পিক স্টেডিয়ামে ক্লাসিকোয় রিয়ালকে আতিথ্য দেয়ার আগে রোববার লা লিগায় আথলেতিক বিলবাও ও বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে খেলবে বার্সেলোনা। চোটের কারণে মাঠের বাইরে আছে তাদের অনেক খেলোয়াড়। যদিও লামিন ইয়ামাল, আলেহান্দ্রো বালেদ, ইলকাই গিনদোয়ান ও আরাউহোকে বিলবাওয়ের বিপক্ষে পাওয়া যাবে বলে জানিয়েছেন জাভি। তবে পেদ্রি, ফ্রেংকি ডি ইয়ং, লেভানদোভস্কি, রাফিনিয়া, জুল কুন্দে, রবার্তোকে বাইরেই থাকতে হচ্ছে। ক্লাসিকোয় তাদের পাওয়া নিয়ে আছে শঙ্কা।