দেখা যাবে না এলিটা কিংসলেকে

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ঢাকার মাঠে দাপটের সঙ্গেই খেলেছেন এলিটা কিংসলে। প্রিমিয়ার লিগে একবার সর্বাাধিক গোলদাতা হয়েছিলেন। এক মৌসুমের সেরা গোলদাতার তালিকাতেও নাম তুলেছেন। অথচ নতুন মৌসুমে দেখা যাবে না তাকে। দীর্ঘদিন পর ঢাকার মাঠে দেখা যাবে না নাইজেরিয়া থেকে বাংলাদেশি বনে যাওয়া এলিটা কিংসলেকে। নতুন মৌসুমের জন্য কোনো ক্লাব নেয়নি তাকে। ২০১১-১২ মৌসুমে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে ঢাকার মাঠে খেলা শুরু এলিটা কিংসলের। এরপর বিজেএমসি, মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম আবাহনী, কিংস ও ঢাকা আবাহনীতেও খেলেছেন। ২০১১ মৌসুমে আরামবাগের হয়ে খেলে ৫১টি গোল করে ঢাকার মাঠে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগে সেই আরামবাগের হয়ে ঢাকা আবাহনীর সানডে চিজোবার যৌথভাবে গোল্ডেন বুট জিতেছিলেন। ঢাকার মাঠে খেলা দীর্ঘ এই সময়ে বাংলাদেশি ললনাকে বিয়ে করে সংসার পাতেন। তাদের ঘরে ছোট্ট একটি মেয়েও রয়েছে। লাল সবুজের দেশের নাগরিকত্বও পেয়েছেন। ফুটবলকে ভালবেসে এবং ঢাকার মাঠে থাকার জন্যই ছিল তার এই নিরন্তর প্রচেষ্টা।