ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দেখল শ্রীলঙ্কা

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দেখল শ্রীলঙ্কা

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল নেদারল্যান্ডস। গতকাল শনিবার তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, যারা টানা তিন ম্যাচ পরাজয়ের শিকার হয়েছে। অবশেষে চলতি বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। ডাচদের দেয়া ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ১৯৯৬ সালে চ্যাম্পিয়নরা। ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। জোড়া আঘাতে আরিয়ান দত্ত পরাস্ত করেন কুশল পেরেরা ও কুশল মেন্ডিসকে। সাদিরা সামারাবিক্রমার সঙ্গে হাফসেঞ্চুরির জুটি গড়ে দলীয় স্কোর ১০০ পেরিয়ে আউট হন পাথুম নিশাঙ্কা। এরপর আশালঙ্কার লঙ্গে সামারাবিক্রমার আরেকটি বড় জুটি শ্রীলঙ্কাকে জয়ের আভাস দেয়। আশালঙ্কাকে বোল্ড করে এই জুটিও ভাঙেন আরিয়ান দত্ত। তবে সামারাবিক্রমার অপরাজিত ৯১ রানের ইনিংসে ডাচদের বিপক্ষে জয় পেতে সমস্যা হয়নি লঙ্কানদের। নেদারল্যান্ডসের পক্ষে আরিয়ান দত্ত ৪৪ রানে ৩ উইকেট লাভ করেন। এর আগে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখানো নেদারল্যান্ডস লক্ষানদের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৭১ রানে ৫ উইকেট, ৯১ রানে হারায় ছয় উইকেট। অনেকের ধারণা ছিল চলমান বিশ্বকাপে সবচেয়ে কম রানে অলআউট হতে যাচ্ছে নেদারল্যান্ডস। সে ধারণা পাল্টে লঙ্কান বোলারদের সামনে সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট এবং লোগান ফন বিক হিমালয় পর্বতের ন্যায় দাঁড়িয়ে যান। ১৩০ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন নেদারল্যান্ডসের এই দুই ব্যাটার। যার ফলে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সামনে ২৬৩ রানের লক্ষ্য দাঁড় করিয়ে দেয় ডাচরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত