বাংলাদেশের সেমিফাইনাল

স্বপ্ন বেঁচে আছে যে সমীকরণে

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রত্যাশা অনুযায়ী জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। তবে পরবর্তী তিন ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ দল। হারের বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফিরতে এখন মুম্বাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। পরিসংখ্যান অনুযায়ী জিতলে ভালোভাবেই টিকে থাকবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বিশ্বকাপের ত্রয়োদশ আসরে অংশগ্রহণকারী ১০টি দল চারটি করে ম্যাচ খেলে ফেলেছে। ১৯৯২ সালের পর এবারই আসরের সবগুলো দল ন্যূনতম একটি ম্যাচে জয় পেয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে দুইটি দল। গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ড এবং স্বাগতিক ভারত। পয়েন্ট তালিকার শীর্ষেও তারাই। অপ্রত্যাশিতভাবে নেদারল্যান্ডসের কাছে হারলেও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২২৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে প্রোটিয়ারা। এছাড়া, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই চার ম্যাচে সমান দুইটি করে জয় পেয়েছে। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় চারে রয়েছে অস্ট্রেলিয়ানরা। গত শুক্রবার পাকিস্তানকে হারানোর আগেও দশ দলের মধ্যে তাদের অবস্থান ছিল সবার শেষে। পাকিস্তানিদের বড় ব্যবধানে হারিয়ে লম্বা লাফ দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এদিকে, পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান ছয়। টুর্নামেন্টে এখনো সন্তোষজনক পারফরম্যান্স করতে পারেনি টাইগাররা। নেদারল্যান্ডস ও আফগানিস্তানের ব্যতীত শুধুমাত্র বাংলাদেশের কেউই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সেঞ্চুরির দেখা পাননি। পাওয়ারপ্লেতে উইকেট নেয়ার ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান নিচের দিকে। মিডল অর্ডার একেবারেই পারফর্ম করতে পারছে না। সেই সঙ্গে বাড়তি দুশ্চিন্তা হিসেবে যোগ হয়েছে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের চোট। তবে আশার কথা হলো- ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ হয়ে গেছে। গত শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ডের হারে পয়েন্ট তালিকায় বর্তমানে টাইগারদের যে অবস্থান, তাতে তাদের সামনে সেমিফাইনালে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। এখন শুধু বাংলাদেশের প্রয়োজন নিজেদের ম্যাচে জয় তুলে নেয়া। বিশ্বকাপে বাংলাদেশ দলের সামনে এখন পাঁচটি ম্যাচ বাকি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া তুলনামূলক কঠিন প্রতিপক্ষ। এদের বাইরে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ হিসেবেই ধরা হচ্ছে। ফলে এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র একটি জয় তুলে নিলেও বাংলাদেশের শেষ চারে যাওয়ার আশা ভালোমতোই বেঁচে আছে। তবে এ বিশ্বকাপে বাংলাদেশ এখন পর্যন্ত যে ধরনের ব্যাটিং ও বোলিং করেছে, তাতে দক্ষিণ আফ্রিকাণ্ডঅস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয় পাওয়া বেশ কঠিনই হবে। ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘টপ থ্রি এখন যারা আছেন তাদের কেউ যদি শেষ পর্যন্ত সেমিফাইনাল খেলতে না পারে, তাহলে অবাকই হব। চার নম্বর জায়গার জন্য লড়াই করবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান।’ ইংল্যান্ড এখন পর্যন্ত নিজেদের হারিয়ে খুঁজছে। নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করলেও ভারত-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের সামনে অসহায় আত্মসমর্পণের মাধ্যমে পাকিস্তানের ছন্দপতন হয়েছে। টানা তিন ম্যাচে পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেও তাদের বেশ ঘাম ঝরাতে হয়েছে। সব মিলিয়ে কারা শেষ চারে পা রাখবে, তা নিয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত সমীকরণে আসা যাচ্ছে না। তাই বিভিন্ন সমীকরণের ফাঁকে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন টিম টিম করে জ্বলছে।