বঙ্গবন্ধু তায়কোয়ান্দোতে বাংলাদেশ চ্যাম্পিয়ন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রথম বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে স্বাগতিক বাংলাদেশ। গত রোববার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী খেলা শেষে ৩০টি স্বর্ণ, ২০টি রুপা ও ১৫টি ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ১৫টি স্বর্ণ, ১০টি রুপা ও ১১টি ব্রোঞ্জ জিতে নেপাল রানার্সআপ এবং আটটি স্বর্ণ, একটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয় শ্রীলঙ্কা। চতুর্থ হওয়া ভারত জিতেছে চারটি স্বর্ণ, তিনটি রুপা ও সাতটি ব্রোঞ্জ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে আট দেশের ৭০০ তায়কোয়ান্দোকা অংশ নেন।