ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু তায়কোয়ান্দোতে বাংলাদেশ চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু তায়কোয়ান্দোতে বাংলাদেশ চ্যাম্পিয়ন

প্রথম বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে স্বাগতিক বাংলাদেশ। গত রোববার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী খেলা শেষে ৩০টি স্বর্ণ, ২০টি রুপা ও ১৫টি ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ১৫টি স্বর্ণ, ১০টি রুপা ও ১১টি ব্রোঞ্জ জিতে নেপাল রানার্সআপ এবং আটটি স্বর্ণ, একটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয় শ্রীলঙ্কা। চতুর্থ হওয়া ভারত জিতেছে চারটি স্বর্ণ, তিনটি রুপা ও সাতটি ব্রোঞ্জ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে আট দেশের ৭০০ তায়কোয়ান্দোকা অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত