লেবানন যাওয়া হচ্ছে না সাবিনাদের!

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ফিফা দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য লেবাননে যাওয়ার কথা ছিল সাবিনা খাতুনদের। ২৬ ও ২৯ অক্টোবর রাজধানী বৈরুতে অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণও চূড়ান্ত ছিল। কিনউত ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের কারণে আপাতত তাদের পাশের দেশ লেবাননে যাওয়া হচ্ছে না সাবিনা খাতুন, সানজিদা আক্তারদের। ম্যাচ দুটি স্থগিত হয়ে পড়ায় তাই এই মাসে কোন আন্তর্জাতিক ম্যাচও খেলা হচ্ছে না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। তবে আসছে নভেম্বরে ম্যাচ দুটি খেলার সম্ভাবনার কথা জানা গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ‘ফিলিস্তিনের ওপর ইসরাইলের আগ্রাসনের কারণে লেবাননে গিয়ে খেলতে যাওয়ার মতো কোনো ঝুঁকি নিতে চাইছে না বাফুফে। আবার লেবাননকে ঢাকায় খেলতে আসতেও রাজি হচ্ছে না। তবে বাফুফে সর্বাত্মকভাবে চেষ্টা করছে লেবাননের মেয়েদের ঢাকায় এনে খেলাতে।’ এ মাসে না হওয়ায় নভেম্বরে ফিফার নির্ধারিত সময়ে নতুন করে এই প্রীতি ম্যাচ দুটির দিনক্ষণ ঠিক হতে পারে বলে জানা গেছে।