ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মায়ামির হয়ে মৌসুমের শেষ ম্যাচেও হার মেসির

মায়ামির হয়ে মৌসুমের শেষ ম্যাচেও হার মেসির

ইন্টার মায়ামিতে যোগদানের পরপরই দলকে লিগস কাপের শিরোপা জিতিয়ে ক্লাবের ইতিহাসের প্রথম ট্রফি এনে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু মেজর লিগ সকারে (এমএলএস) নিজের সেরাটা দিতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। পয়েন্ট টেবিলের তলানিতে থাকার কারণে তাদের প্লে-অফ খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। তাই মায়ামির জন্য লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচটা ছিল শুধুই নিয়ম রক্ষার। সেই ম্যাচে ইন্টার মায়ামি ১-০ গোলে হেরেছে শার্লট এফসির বিপক্ষে। এবারের মৌসুমে লিগের শেষ ম্যাচটাও মায়ামিকে জেতাতে পারলো না ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৪তম অবস্থানে থেকে মৌসুম শেষ করেছে তারা। চোট এবং আন্তর্জাতিক বিরতির ক্লান্তিতে এমএলএসে ইন্টার মায়ামির সর্বশেষ আট ম্যাচের মধ্যে মাত্র দুটিতে খেলেছিলেন মেসি, সেটিও বদলি হিসেবে নেমে মাঠে ছিলেন সর্বসাকুল্যে ৭২ মিনিট। তবে শার্লটের বিপক্ষে শুরু থেকেই খেলেছেন মেসি। এর মাধ্যমে গত ৩ সেপ্টেম্বরের পর আবার এমএলএসে ইন্টার মায়ামির ম্যাচের মূল একাদশে জায়গা পান মেসি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল নাকচ হয়ে যায়। ফ্লোরিডার ক্লাবটি না পারলেও ১৩ মিনিটে ঠিকই এগিয়ে যায় শার্লট। ডি বক্সের মাঝ থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ২১ বছর বয়সী কলম্বিয়ান উইঙ্গার কেরউইন ভারগাস। দ্বিতীয়ার্ধের অনেকবার ইন্টার মায়ামিকে সমতায় ফেরানোর কাছাকাছি পৌঁছেছিলেন মেসি। মধ্যবিরতির পরপরই দারুণ এক চিপে লক্ষ্যভেদ করেছিলেন ৩৬ বছর বয়সি আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে মেসির সেই গোল বাতিল হয়ে যায়। ৬২ মিনিটে মেসির দুর্দান্ত এক ফ্রি-কিক পোস্টে প্রতিহত হয়। শেষ পর্যন্ত আরও কয়েকটি সুযোগ কাজে না লাগানোর মাশুল গুণে হার নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। সব মিলিয়ে এটি চলমান মৌসুমে এমএলএসে ইন্টার মায়ামির ১৮তম হার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত