ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গ্যালারিতে আফগান পতাকা হাতে কে এই সুন্দরী

গ্যালারিতে আফগান পতাকা হাতে কে এই সুন্দরী

ভারতে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠেছে ৫ অক্টোবর। মোট ৪৮ ম্যাচের মধ্যে অনুষ্ঠিত ২০টি ম্যাচে এখন পর্যন্ত দুটি অঘটন ঘটেছে। একটি হলো আফগানিস্তানের কাছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পরাজয়। আরেকটি হলো নেদারল্যান্ডসের কাছে দুর্দান্ত ছুটতে থাকা দক্ষিণ আফ্রিকার পরাজয়। আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের সময় মাঠে বসে রশিদণ্ডনবীদের সমর্থন দিয়েছেন এক নারী সমর্থক। শুধু এই জয় নয় আফগানিস্তানের পরাজয়ের ম্যাচও তাদের মাঠে বসে সমর্থন দিয়ে যাচ্ছেন এই সুন্দরী। প্রতিটি ম্যাচে তার এমন উপস্থিতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাই তার নাম দেয়া হয়েছে ‘মিস্ট্রি গার্ল বা রহস্যময় নারী’। ক্রিকেটপ্রেমী এই নারী শুধু বিশ্বকাপেই আলোচনায় এসেছেন এমন নয়। এর আগে তিনি নিজ দেশ আফগানিস্তানকে সমর্থন দিতে এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত ছিলেন। ছিলেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ক্রিকেটমোদী এই নারী সোশ্যাল মিডিয়ায় খেলা নিয়ে বেশ সরব থাকেন। তার নাম ওয়াজমা আইয়ুবী। সুযোগ পেলেই তিনি ঢুঁ মারেন স্টেডিয়ামের গ্যালারিতে। এমন আকর্ষণ জাগানো ভক্তের দেখা মেলে সাধারণ ফুটবল বিশ্বকাপে। ২৮ বছর বয়সি ওয়াজমা আইয়ুবী একজন সমাজকর্মী। তিনি কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। কিন্তু জন্মসূত্রে তিনি আফগানিস্তানি নাগরিক। তিনি দেশের নানা বৈষম্যমূলক কার্যক্রমের বিপক্ষে আওয়াজ তোলেন। বিশেষত নিজের দেশে মেয়েদের শিক্ষার সুযোগ প্রদানের পক্ষে ওয়াজমা বেশ সোচ্চার। আফগান নাগরিক হলেও তিনি ভারতকে নিজের দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। ফলে আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও আইপিএল চলাকালেও কখনো কখনো তিনি উপস্থিতি জানান দেন মাঠে। ওয়াজমা দুবাইয়ের একটি প্রসাধনী সংস্থার মালিক। চাকরি করতে দুবাই গিয়েছিলেন। কিন্তু ঠিক করেন কারো অধীনে নয়, কাজ করবেন স্বাধীনভাবে। আর এই ভাবনা থেকেই নিজস্ব প্রসাধনী সংস্থা খোলার সিদ্ধান্ত নেন তিনি। প্রসাধনী সংস্থার মালিক হওয়ার পাশাপাশি ওয়াজমা দুবাইয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। ২০২২ এশিয়া কাপ আসর থেকেই আলোচনায় এসেছিলেন এই আফগান সুন্দরী। মাঠে গেলে তার হাতে দেশের পতাকা দেখা যায়। ২৮ বছর বয়সি ওয়াজমা দেশ-বিদেশে ঘুরে বেড়াতেও পছন্দ করেন। ক্রিকেটভক্ত এই নারীর ঝোঁক রয়েছে হিন্দি সিনেমার প্রতিও। সুযোগ পেলে বলিউডেও কাজ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন বিশ্বকাপের আগে শেষ হওয়া এশিয়া কাপের আসরে। শুধু তাই-ই নয়, আইপিএলে ওয়াজমার পছন্দের তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

রিঙ্কু সিংয়ের খেলা দেখতে সুদূর কাবুল থেকে কলকাতায় ছুটে আসেন আফগান সুন্দরী। ভারত জাতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির পাঁড় ভক্ত। এশিয়া কাপের ফাইনালের আগে তিনি এক টুইট করেছিলেন। যেখানে কোহলির নাম লেখা জার্সি সম্বলিত বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, যে জার্সি পরে আমি প্রিয় দলের সমর্থন করছি, সেই জার্সি কিং কোহলি পরেছিলেন। তিনিই স্বাক্ষর করে দিয়েছেন। ‘গোট’ যখন ফের জার্সিতে সই দেবেন, তখনই আমি এই জার্সি বদলাব। সোশ্যাল মিডিয়ায় বেশ প্রভাবশালী ওয়াজমা। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৬ লাখ ৪০ হাজার! টুইটারে লক্ষাধিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত