ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রবি শাস্ত্রীকে পাল্টা জবাব হাফিজের

রবি শাস্ত্রীকে পাল্টা জবাব হাফিজের

ভারতের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদিকে কটাক্ষ করে কথা বলেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর শাস্ত্রীকে ইঙ্গিত করে পাল্টা জবাব দিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মাদ হাফিজ। ভারতের বিপক্ষে ম্যাচে নিজের সামর্থ্যটা দেখাতে পারেননি শাহীন। ম্যাচের পর শাহীনের পারফরম্যান্সের সমালোচনা করে শাস্ত্রী বলেছিলেন, ‘শাহীন ওয়াসিম আকরাম নন। সে নতুন বলেই ভালো বোলার এবং উইকেট নিতে পারেন, কিন্তু তার মধ্যে বিশেষ কিছু নেই।’ গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দল হারলেও দুর্দান্ত বোলিং করেছেন শাহীন। আসরে প্রথম পেসার হিসেবে ৫ উইকেট শিকার করেন।

অজিদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাঝেও ১০ ওভারে মাত্র ৫৪ রান খরচ করেছেন এ বাঁ-হাতি। এমন পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন শাহীন। হাফিজ সরাসরি শাস্ত্রীর নাম না নিলেও খোঁচাটা যে তাকেই দিয়েছেন সেটা বুঝা গেল কথায়, ‘শাহীনের এই ফাইফার তাদের জন্য যারা কোথাও বসে তার সমালোচনা করেছে।

শাহীনকে কারো সাথে তুলনা করবেন না। সে জানে, তাকে কীভাবে পারফর্ম করতে হবে।’ শাহীন পুরোনো বলে কতটা কার্যকর, সেটাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই অলরাউন্ডার, ‘যখন অস্ট্রেলিয়া দুর্দান্ত ব্যাটিং করছিল, তখনই শাহীন ম্যাচে প্রভাব ফেলেছিলেন। যার ফলে পাকিস্তানকে জয়ের আশাও দেখেছিল।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি কীর্তিও গড়েছেন শাহীন।

এই ম্যাচে ৫ উইকেট নেয়ার মাধ্যমে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ফাইফারের রেকর্ডে শহীদ আফ্রিদির পাশে বসেছেন এই পেসার। বিশ্বমঞ্চে আফ্রিদির সমান দুটি ফাইফার এখন শাহীনের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত