বিশ্বকাপের মাঝে ভারতের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ইতিমধ্যে টানা পাঁচ ম্যাচ খেলে অপরাজিত রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাছাড়া দেশটিতে শুরু হয়েছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আনন্দ উদযাপনের মাঝেই এলো মন খারাপ করা খবর। না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক অধিনায়ক বিষাণ সিং বেদী। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর গত সোমবার দিল্লিতে ৭৭ বছর বয়সে মারা গেছেন দেশটির কিংবদন্তি বাঁহাতি স্পিনার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় বেদীর মৃত্যুর খবর জানিয়েছে। বেদীর মৃত্যুর খবরে ভারতের ক্রীড়াঙ্গন তো বটেই, আপামর ক্রিকেটপ্রেমী মানুষ শোকার্ত। ১৯৪৬ সালে অমৃতসরে জন্ম নেয়া এই কিংবদন্তির মাধ্যমেই স্পিন বোলিং বিভাগে বিপ্লব ঘটায় ভারত। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলে ২৬৬ টি উইকেট নিয়েছিলেন বিষাণ সিং বেদী। টেস্ট ছাড়া এই সময়ে তিনি খেলেছিলেন ১০ টি ওয়ানডে। এক দিনের ক্রিকেটে তার উইকেটের সংখ্যা ৭টি। এরাপল্লি প্রসন্ন ও বি চন্দ্রশেখরের সঙ্গে মিলে এক শক্তিশালী স্পিন বিভাগ তৈরি করেছিলেন বেদী। সেই সময়ে সেটাই ভারতের অন্যতম সফল অস্ত্র ছিল বোলিংয়ের ক্ষেত্রে। ভারতের প্রথম এক দিনের ম্যাচ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনিই। ১৯৭৫ সালের বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে ৮টি মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। মূলত তার কারণেই পূর্ব আফ্রিকা ১২০ রানে আটকে গিয়েছিল। মাত্র ১৫ বছর বয়সে নর্দার্ন পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেন বেদী। ১৯৬৬ সালে তার প্রথম আন্তর্জাতিক খেলা শুরু। মনসুর আলি খান পতৌদির পরে ১৯৭৬ সালে ভারতের অধিনায়কত্ব পান তিনি। ঘরোয়া কাঠামোর বেশিরভাগ সময়ই খেলেছেন দিল্লির হয়ে। তবে শুরুটা উত্তর পাঞ্জাবের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১৫৬০টি। মাঠের ক্রিকেট থেকে অবসরের পর, নিমগ্ন হন পরের প্রজন্ম গড়তে। ভারতের ক্রিকেট কাঠামোর বলিষ্ঠ কণ্ঠস্বর এই কৃতি ক্রিকেটার তার অসাধারণ অবদানের জন্য দেশটিতে সবার শ্রদ্ধার পাত্র বনে থাকবেন।