ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তাসকিনকে নিয়ে দুঃসংবাদ দিলেন সাকিব

তাসকিনকে নিয়ে দুঃসংবাদ দিলেন সাকিব

বিশ্বকাপের শুরু থেকেই খানিকটা চোট নিয়ে খেলছিলেন তাসকিন আহমেদ। তার ওপর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কাঁধের পুরোনো চোটে পড়েন তিনি। অবশ্য সেটাকে পাত্তা দেননি খুব একটা। হালকা সমস্যা নিয়েও খেলে যাচ্ছিলেন। কিন্তু সমস্যা বাড়ায় ভারতের বিপক্ষে আর খেলতে পারেননি। আশা করা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন এই পেসার। কিন্তু গতকাল সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন তাসকিন খেলতে পারছেন না প্রোটিয়াদের বিপক্ষে। তিনি বলেন, ভারত ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও থাকছেন না তাসকিন। তবে কালকের পর থেকে সুস্থ হবেন বলে আশা করছেন তিনি। জানা যায়, চলতি বিশ্বকাপের শুরু থেকেই চোটে রয়েছেন তাসকিন। আফগানিস্তানের বিপক্ষে সেই প্রথম ম্যাচ খেলার সময় কাঁধের পুরনো চোট ফিরে আসে তাসকিনের। এরপরেও অবশ্য চোট নিয়ে খেলেছেন ডানহাতি এই পেসার। তবে কখনই নিজের বোলিং কোটা পূরণ করা হয়নি তার। এর ফলে দলকেও পড়তে হয়েছে বিপাকে। আর এখন ইনজুরিতে তাসকিনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার উপক্রম। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৬ ওভার বোলিং করেন তাসকিন। চোট শঙ্কা নিয়ে দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬ ওভার এবং তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভার বোলিং করতে দেখা যায় ডানহাতি এই পেসারকে। আর সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে তো একাদশেই রাখা হয়নি তাসকিনকে। এদিকে চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের জাত চেনাতে পারেননি তাসকিন। যে তিন ম্যাচে খেলেছেন তাতেও তার নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। মোট ২০ ওভার বল করে ১২৬ রান খরচায় তার শিকার মাত্র ২ উইকেট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত