ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশের বাইরে ভালো দল নয় বাংলাদেশ

দেশের বাইরে ভালো দল নয় বাংলাদেশ

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা তিন হার। জয়ের আশায় নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। জয়তো দূরের কথা, কি হাল হলো টাইগারদের! রিয়াদের ব্যাটে লজ্জার হার থেকে রক্ষা পায়। প্রোটিয়াদের বিপক্ষে হারে ১৪৯ রানের বিশাল ব্যবধানে। এদিকে হারের বৃত্তে থাকা বাংলাদেশ ঘরের মাঠ ভালো দল হলেও বাহিরের দেশে খেলতে গেলে ভালো দল নয়। গতকাল আফ্রিকা ম্যাচের আগেই ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে এমনটায় জানান ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। টাইগারদের ভরাডুবি হারের ব্যবধানও অবশ্য তা বলছে। ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে পূজারাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ ২০০৭ ও ২০১৯ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে কি না। পূজারা এ সময় দক্ষিণ আফ্রিকার পক্ষেই ভোট দেন। তিনি বলেন, ‘আপনি যদি বাংলাদেশ দলের দিকে তাকান দেখবেন তারা যখন নিজেদের মাঠে খেলে খুবই ভালো খেলে। যখন তারা দেশের বাইরে যেকোনো জায়গায় খেলে তাদের পরিসংখ্যান দেখবেন তখন মনে হবে তারা ভালো দল নয়।’ এরপর তিনি বলেন, ‘আমি বলছি না তারা জিততে পারবে না। আমি বলছি তাদের পারফরম্যান্সের উন্নতি করতে হবে দেশের বাইরে যখন খেলে। আমার মনে হয় এই জায়গাটা নিয়ে তাদের কাজ করা উচিত।’ বিশ্বকাপে প্রথম রাউন্ডের পাঁচটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ছিল দশম স্থানে। নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে ১৪৯ রানে। এর আগে ভারতের বিপক্ষে ৭ উইকেটে, নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ও ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারে টাইগাররা। এক মাত্র জয় আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে। বড় ওই চার হারে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। সেমিফাইনালে ওঠার আশা এক প্রকার শেষ হয়ে গেছে। তাইতো ম্যাচ শেষে সাকিব তাই বলেছেন, সেমিতে না হোক পয়েন্ট টেবিলে অন্তত পাঁচণ্ডছয়ে শেষ করতে চান তারা। এতেই টাইগারদের পরিসংখ্যান বলে দেয়, দেশের বাইরে সেভাবে সফল না সাকিব বাহিনী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত