বিতর্কিত ওয়াসিম আকরাম

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ভারতের মাটিতে এসে ধারাভাষ্য দিতে পারছেন না ওয়াসিম আকরাম। আইসিসির প্যানেল মেম্বার হিসেবে প্রায়ই তাকে ধারাভাষ্য দিতে দেখা যায়; কিন্তু এবার ভারত বিশ্বকাপে নেই তিনি। ভারতে আসতে না পারলেও পাকিস্তানের একটি টিভিতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিশ্লেষণ করেন তিনি শোয়েব মালিক, মিসবাহ-উল হক এবং মইন খানদের নিয়ে। গত সোমবার আফগানিস্তানের কাছে পাকিস্তানের লজ্জাজনক পরাজয়ের পর বিশ্লেষণ করতে গিয়ে ক্ষোভে নিজের রাগ আর নিয়ন্ত্রনে রাখতে পারেননি ওয়াসিম আকরাম।

আফগানদের কাছে পরাজয়ের ক্ষোভ ধরে রাখতে না পেরে বাবর আজমদের উদ্দেশ্য করে খুবই আপত্তিতর এবং অপমানজনক একটি শব্দ। যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। আফগানদের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেটারদের সমালোচনা করার সময় ক্ষুব্ধ আকরামের মুখ থেকে বেরিয়ে আসে ‘চামার’ শব্দটি। এ ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করা যায় না। আকরামের অজানা ৯ বিষয়টি। তবুও নিজেকে সামলাতে পারেননি।