ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আফগানদের জয়ে কাবুলে উৎসব

আফগানদের জয়ে কাবুলে উৎসব

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সেই নিষেধাজ্ঞা কি আর মানে আফগানরা! দলে দলে কাবুলের রাস্তায় নেমে এসেছে তারা। নেচে-গেয়ে, আতশবাজি ফুটিয়ে উদযাপন করেছে এই বিজয়। তাদের একজন ২৫ বছর বয়সি শরীফুল্লা বলছিলেন, ‘আফগানরা অনেক দিন ধরেই অনেক কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছে। আমাদের তাই এই উপলক্ষটা উদযাপন করা উচিত প্রাণখুলে।’ পাকিস্তানের বিপক্ষে এই জয়টা যে কত বড় সেটা বোঝাতেই বলছিলেন, ‘মনে হচ্ছে আমরা বিশ্বকাপ জিতে গেছি! খেলা আমাদের পুরো জাতিকে এক করে। আজ আমরা একসঙ্গে তাই এই জয় উদযাপন করছি।’ তার কথায়ও বোঝা যাচ্ছিল এই জয়ের আনন্দ বাঁধভাঙা, ‘এমন অসাধারণ পারফরম্যান্স আমরা এর আগে কখনো দেখিনি। আজ আমাদের উৎসবের দিন আর পাকিস্তানিরা কাঁদছে। সারা রাত উৎসব করব।’

ঠিক আগের ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। কিন্তু পাকিস্তানের বিপক্ষে জয়টা যেন বিশেষ কিছু।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত