হ্যালো সুপারস্টার অ্যাপ ই ট্যালেন্ট হান্ট ফুটবল

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

‘হ্যালো সুপারস্টার’ অ্যাপের উদ্যোগে ই ট্যালেন্ট হান্ট ফুটবলের আয়োজন করা হয়েছে। অ্যাপের মাধ্যমে বিশ্বে এই প্রথম ভার্চুয়াল ই ট্যালেন্ট হান্ট ফুটবল প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১১ ও অনূর্ধ্ব-১৫ বয়সীরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে। বাংলাদেশ থেকে ১২ ও ভারত থেকে ১২, মোট ২৪ জন বিজয়ী বিনা খরচে স্পেনের রিয়াল মাদ্রিদে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাবে। এছাড়া সেরা চারজন পাবে নগদ ২০ লাখ টাকা পুরস্কার। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধূরী হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন হ্যালো সুপারস্টার অ্যাপের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তিনি জানান, ভারত-বাংলাদেশের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। শুক্রবার (আজ) বিকেলে ৩টায় কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে মালেয়শিয়ার রাজ পরিবারের সদস্য টংকু হারুন আর রাশেদ পুত্রা ও তার মা নুর সুজানা আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি ও ভারত ফুটবল দলের মেহতা হোসেন উপস্থিত ছিলেন। আসিফ জানান, প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অবসরপ্রাপ্ত এবং বর্তমান দলে থাকা বেশ কয়েকজন এবং ভারতের অবসরপ্রাপ্ত এবং বর্তমান জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নেবেন। এছাড়া প্রীতি ম্যাচে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।