বাংলাদেশের বিপক্ষে জয়ের লক্ষ্য নেদারল্যান্ডসের

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এবারের বিশ্বকাপে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। তাই উভয়েরই লক্ষ্য দ্বিতীয় জয়। আর সেই লক্ষ্য নিয়েই আজ কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের মুখোমুখি হচ্ছে ডাচরা। এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে লাল সবুজের প্রতিনিধিরা। কারণ, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। আরও সহজ করে বললে ঢাকা থেকে তুলনামূলক কম দূরত্বের রাজ্য ভারতের কলকাতা। কলকাতা বাঙালিদের শহর হওয়ায় বাংলাদেশি সমর্থকেরও বেশ উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। এছাড়া দেশ থেকেও দলকে সমর্থন দিতে গিয়েছেন অনেকেই। ধারণা করা হচ্ছে, ইডেনে গ্যালারির অধিকাংশই কাল টাইগার সমর্থকদের দখলে থাকবে। তবে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস এসব নিয়ে ভাবছেন না। মাঠে সমর্থনের বিষয়ে শুক্রবার ম্যাচের আগে তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন। জানিয়েছেন দর্শক ভর্তি গ্যালারিতে খেলতেই পছন্দ করে নেদারল্যান্ডস। এডওয়ার্ডস বলেন, ‘আমরা বেশি দর্শকের সামনে খেলতে পছন্দ করি। ছেলেরাও মুখিয়ে আছে। কালকের দর্শকরা ভারত নাকি বাংলাদেশ থেকে আসছেন, তা আমরা জানি না। আমরা তাদের সামনে ভালো পারফরম্যান্স দেখাতে চাই। আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। এটা বিগ গেম, প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামতে মুখিয়ে আছি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি।’ নেদারল্যান্ডসের হেড কোচের দায়িত্বে আছেন রায়ান কুক। এক সময় এই কুকই ছিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ। বাংলাদেশ দল সম্পর্কে তিনিই তথ্য দিচ্ছেন ডাচদেরকে, এমনটাই জানিয়েছেন এডওয়ার্ডস। ডাচ অধিনায়ক বলেন, ‘সে বাংলাদেশের কোচ ছিল, অবশ্যই এটা আমাদের সহায়তা করছে। বাংলাদেশের সঙ্গে ও অনেকদিন কাজ করেছে। অনেককেই ব্যক্তিগতভাবে চেনে। এই দল সম্পর্কে যা জানে সেসব আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছে। তবে অনেক খেলোয়াড় নতুন। অনেক পরিবর্তন এসেছে দলে। আমাদের নিজেদের স্কিল কাজে লাগাতে হবে। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে অনেক গর্বিত।’ দলের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে এডওয়ার্ডস বলেন, ‘আমরা আগে ইডেনের উইকেট দেখব। এরপর সিদ্ধান্ত নিব। বাংলাদেশের ব্যাটসম্যানদের শক্তি, দুর্বলতা নিয়ে কাজ করব। এরপর বুঝব, তাদের বিপক্ষে ম্যাচ আপটা কী হবে। আমি মনে করি, কিছু জিনিস গোপন থাকাই ভালো।’ চলতি বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। তাই তাদের বিপক্ষে নামার আগে যেকোনো দলকেই তারা সতর্ক থাকার ইঙ্গিত দিয়ে রেখেছে। বিশ্বকাপে আর জয় না পেলেও কয়েকটি ম্যাচেই তারা দেখিয়েছে লড়াইয়ের মানসিকতা।