প্রথমবার দুবাইয়ে আইপিএলের নিলাম

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম হতে যাচ্ছে ভারতের বাইরে। এবারের নিলাম অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী ডিসেম্বরের ১৯ তারিখে হবে ২০২৪ আইপিএলের নিলাম। এবারের নিলামে একটা পরিবর্তন আসতে যাচ্ছে দলগুলোর খরচের পরিমাণে। সবশেষ ২০২৩ মৌসুমের আইপিএলের নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির দল গঠনের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ৯৫ কোটি রুপি। এবারে তা বেড়ে হয়েছে ১০০ কোটি। অর্থাৎ ক্রিকেটারদের পেছনে মোট ১০০ কোটি রুপি খরচ করে দল বানাতে পারবে দল। ২০২৪ আইপিএলের নিলাম হবে একদিনব্যাপী নিলাম- যাকে মিনি-অকশন বলা হয়ে থাকে। ১০০ কোটি রুপি বরাদ্দ থাকলেও সেখানে প্রতিটি দল কত খরচ করতে পারবে, তা নির্ভর করবে অব্যবহৃত অর্থের উপর। ফ্র্যাঞ্চাইজিগুলো কাদের ধরে রাখছে এবং কাদের ছেড়ে দিচ্ছে, অর্থাৎ রিটেনশন লিস্ট ও রিলিজড প্লেয়ারদের তালিকা জানিয়ে দেয়ার সময় আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। এসবের ওপর নির্ভর করবে কতটুকু অর্থ নিলামে ব্যয় করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। গেলবারের নিলামের পর অব্যবহৃত অর্থের তালিকায় সবার উপরে আছে পাঞ্জাব কিংস। তাদের কাছে আছে ১২ কোটি ২০ লাখ রুপি। সবচেয়ে কম পুঁজি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের।