বিশ্বকাপের শেষ চারের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। এমন সমীকরণে প্রোটিয়াদের মুখোমুখি বাবর আজমরা। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে জয়ের পথেই ছিল তার। ২৭১ রানের টার্গেটে আটকে রেখেছিল দক্ষিণ আফ্রিকাকে। তবে শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে পাকিস্তানকে হারতে হয়েছে ১ উইকেটের ব্যবধানে। ম্যাচে অবশ্য পাকিস্তান জয়ের দেখা পেতেই পারত। তবে আম্পায়ার্স কলে বেঁচে যান তাবরাইজ শামসি। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।
পরাজয়ের পর পাকিস্তানি অধিনায়ক আম্পায়ার্স কলকে খেলার অংশ উল্লেখ করে বলেন, ‘ডিআরএস খেলারই অংশ। তবে ওটা যদি (আম্পায়ার) আউট দিতেন, সেটা আমাদের পক্ষে যেত। আম্পায়ার্স কল যেটা হয়ে গেছে, সেটা খেলারই অংশ।’ তবে সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিং মনে করেন আম্পায়ারের ভুল ও ডিআরএসের ‘আম্পায়ার্স কল’ আইনের জন্য পাকিস্তান হেরেছে। ভারতীয় দলে একসময় দাপট দেখিয়ে খেলা এই অফস্পিনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে আম্পায়ার ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতির কঠোর সমালোচনা করেছেন। পোস্টে হরভজন লিখেছেন, ‘বাজে আম্পায়ারিং ও বাজে নীতির মূল্য দিয়েছে পাকিস্তান।