ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপে সাকিবের আরেকটি রেকর্ড

বিশ্বকাপে সাকিবের আরেকটি রেকর্ড

সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। চলমান বিশ্বকাপে এখনো আপন আলো ছড়াতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। বৈশ্বিক এ আসরে এখনো হাসেনি তার ব্যাট। বল হাতেও কোনো ভেলকি দেখাতে পারেননি বিশ্বসেরা এ অলরাউন্ডার। তাই চিরচেনা রূপ ফিরতে ছেলেবেলার গুরু নাজমুল আবেদীন ফাহিমের স্মরণাপন্ন হয়েছিলেন সাকিব। মিরপুরে অনুশীলন শেষে বাসায় ফেরার সময় সমর্থকদের ‘দুয়ো’ শুনতে হয়েছে তাকে। তবে গুরু ফাহিমের পরামর্শ তার কাজে লেগেছে বলে মনে হচ্ছে। গতকাল শনিবার কলকাতার ইডেন গাডেন্সে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই নেদারল্যান্ডস ব্যাটারদের চেপে ধরে টাইগার বোলাররা। শুরুতে বাংলাদেশের তিন পেসারই একটি করে উইকেট নিয়েছেন। এরপর সেই দলে যোগ দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। এর মাধ্যমে তিনি আরেকটি রেকর্ডে নিজের নাম লেখালেন। শুরুতে ডাচরা দ্রুত উইকেট হারানোয় ক্রিজে এসে বেশ সতর্ক ছিলেন কলিন অ্যাকারম্যান। বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি। তবে সাকিবকে সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনলেন তিনি। শর্ট ফাইনলেগে মোস্তাফিজের হাতে ক্যাচ দেয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৫ রান। অ্যাকারম্যানকে ফিরিয়ে ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বর্তমানে বিশ্বকাপে ৪১টি উইকেটের মালিক। টাইগার অধিনায়কের পর ৪০ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। এই রেকর্ড গড়তে সাকিব ৩৪টি ইনিংস খেলেছেন। বিপরীতে প্রোটিয়া স্পিনার খেলেছেন ২১ ইনিংস। এছাড়া স্পিনারদের তালিকায় শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরন ৩৯ ইনিংসে নিয়েছেন ৬৮ উইকেট। চলতি বিশ্বকাপে এ নিয়ে সপ্তম উইকেটের দেখা পেলেন সাকিব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত