বিশ্বকাপ শেষে বাংলাদেশ ছাড়ছেন ডোনাল্ড!

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

একটা সময় স্পিনাররা ছিলেন বাংলাদেশের বোলিংয়ের মূল শক্তি। তবে সাম্প্রতিক সময়ে এ বিভাগে নেতৃত্ব দিচ্ছেন পেসাররা। বিশেষ করে গত এক বছর ধরে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করে চলেছেন তাসকিন-ইবাদতরা। তাদের বদলে দেয়ার অন্যতম প্রধান কারিগর অ্যালান ডোনাল্ড। যিনি গত বছরের মার্চে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। প্রথম সিরিজেই দেখা গিয়েছে তার কার্যকারিতা। বর্তমানে তার অধীনে দারুণ পারফরম্যান্স করছেন টাইগার পেসাররা। এবারের বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ পর্যন্ত চরম হতাশাজনক ফলাফল করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ছয় ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। যেটি স্বীকার করে নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। গত শনিবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ কী এটাই? উত্তরে, সাংবাদিকের সঙ্গে একমত পোষণ করেছেন সাকিব। একই সময়ে সাকিব শুনিয়েছেন ব্যাটারদের ব্যর্থতার গল্প, দিয়েছেন ফিরে আসার অভয়। এতসব মন খারাপের ভিড়েও একটা জায়গায় কিছুটা স্বস্তি বোধ করছেন সাকিব, সেটি বোলিং ইউনিট। আরেকটু নির্দিষ্ট করে বললে, পেস বোলিং ইউনিট। অথচ কয়েক বছর আগেও টাইগার শিবিরের সবচেয়ে চিন্তার কারণ ছিল পেস ইউনিট। তাসকিন-মোস্তাফিজদের উন্নতির পেছনে বড় অবদান অ্যালান ডোনাল্ডের। অথচ বিশ্বকাপ ব্যর্থতায় বড় দায় পড়ছে তার কাঁধে! ২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আছে বিসিবির। অর্থাৎ, বিশ্বকাপ শেষেই তার দায়িত্ব শেষ হচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে, ডোনাল্ডের মেয়াদ বাড়াতে আগ্রহী নয় বোর্ড। ধারণা করা হচ্ছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ‘গুডবুকে’ না থাকার কারণেই ডোনাল্ডের ওপর আস্থা কমছে বোর্ডের। অবশ্য ডোনাল্ড এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি।

তবে তিনি জানিয়েছেন, এখনো বিসিবির সঙ্গে তার আলোচনা চলছে। দক্ষিণ আফ্রিকান এই বোলিং কোচ বলেন, ‘বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বিসিবির সঙ্গে আমার চুক্তি আছে। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে আমার আলোচনা হবে। আমি এটার প্রতি সম্মান রেখে এখন গণমাধ্যমে কিছু বলতে চাই না, আমার পুরো মনযোগ এখন বিশ্বকাপের দিকে। খেলোয়াড়ি জীবনে প্রোটিয়াদের হয়ে ৭২টি টেস্ট খেলে ৩৩০ উইকেট নিয়েছেন তিনি। ১৬৪ ওয়ানডেতে নিয়েছেন ২৭২ উইকেট। বল হাতে ক্ষিপ্রতার জন্য তাকে বলা হতো ‘সাদা বিদ্যুৎ’। অবসর নেয়ার পর দক্ষিণ আফ্রিকা দলেও বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ডোনাল্ড। এছাড়া ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দলে খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন তিনি।