সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে যা বললেন ওয়াসিম

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

একসময়ের ঘনিষ্ঠ সাকিব আল হাসান ও তামিম ইকবাল এখন আর বন্ধু নেই, ফাটল ধরেছে দুজনের সম্পর্কে। অনেক দিন ধরেই তাদের মধ্যে চলছে টানাপড়েন। একসময় বন্ধুত্বের উপমা হয়ে থাকা দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকার মাঝে ক্রমশ বেড়ে চলেছে দূরত্ব, কথা বলাও প্রায় বন্ধ। ফলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে দলের মাঝে, অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ড্রেসিংরুমের পরিবেশ, যা বিশ্বকাপে প্রভাব ফেলেছে দলের পারফরম্যান্সে। মূলত তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার নেপথ্যে সাকিবের ‘অপছন্দ’কে বড় কারণ বলে মনে করা হয়। এবার সেই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। একই সঙ্গে ২০ বছর ধরে টেস্ট খেললেও টাইগারদের গড়পড়তা পারফরম্যান্সের জন্য তিনি তোপ দেগেছেন। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টসে’র অনুষ্ঠান দ্য প্যাভিলিয়নের আলোচনায় ওয়াসিম আকরাম বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে। তাদের জন্য অন্তত কিছু ক্লোজ ম্যাচ উপহার দিতে পারতে।’ এ সময় তিনি বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্সকে গড়পড়তার চেয়েও নিচু মানের বলে মন্তব্য করেন। তার মতে, রিয়াদকে আরো ওপরে খেলানো উচিত। মাহমুদউল্লাহ প্রসঙ্গের পর আকরাম বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেছেন। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে তামিম ইকবালের বাদ পড়ার বিষয়টি বেশ বিতর্কের জন্ম দেয়। বিশ্বকাপ দলে তামিমের জায়গা না পাওয়া এবং সাকিব একটি সাক্ষাৎকারে তামিমকে নিয়ে বিতর্কিত কথা বলে আলোচনা-সমালোচনার আগুনে ঘি ঢেলেছিলেন। এসব বিতর্ক নিয়ে আকরাম বলেন, ‘২০ বছরের বেশি সময় ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। এই সময়ে গড়পড়তা পারফরম্যান্সও করতে পারেনি। বিশ্বকাপে আসার আগে তাদের অনেক সমস্যার কথা শুনেছি, জানি না এর পেছনে রাজনীতি কী, কারণটা কী? দেশকে রাখতে হবে সবার আগে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আর নিজেদের মধ্যে দূরত্ব থাকবে পরে।’ আকরাম আরো বলেন, ‘বলছি না তাদের বিশ্বকাপ জেতা উচিত। তবে অন্তত বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত। নতুন ব্যাটসম্যান খুঁজতে হবে। সবাই বসে সিদ্ধান্ত নেয়া উচিত, কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেট হবে, কোনো উইকেটে হবে।