সাকিবদের পাশে বিসিবি সভাপতি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ক্রমেই এগিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই মনোনয়ন প্রত্যাশীরা যে যার এলাকায় সময় কাটাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও নিজ নির্বাচনি এলাকায় ব্যস্ত সময় পার করছেন। যে কারণে বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে পারেননি বোর্ড প্রধান। টিভির পর্দায় দেখেছেন ক্রিকেটারদের একের পর এক আত্মসমর্পণ। সাকিবদের সাহস জোগাতে তিনি গিয়েছিলেন কলকাতায়। ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের হার তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। যে কারণে পুরো খেলা না দেখেই ফিরে যান। বিসিবি সভাপতি বলেন, ‘আমার কাছে একটা সময় মনে হয়েছে, ওরা হয়তো মানসিকভাবে অনেক ডাউন। এখানটায় খুব একটা কিছু বলার বা করার আমাদের নেই। যেহেতু একটা বিশ্বকাপ চলছে। এখানে এসে আমরা ইচ্ছা করলেও কোনো পরিবর্তন আনতে চাইলেও পারব না। এটা হয়তো আপনারা সবাই বোঝেন। তাই আমাদের কিছু করার নেই।’

গতকাল রোববার টিম হোটেল তাজ বেঙ্গলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান এ কথা বলেছেন। তিনি বলেন, ‘আমাদের সামনে তিনটা ম্যাচ আছে। এই তিনটা ম্যাচ কীভাবে আমরা ভালো খেলতে পারি এটা করা ছাড়া কোনো উপায় নেই এবং এটা করতে গেলে দুটা জিনিস লাগবে। ওদেরকে সাহস ফিরিয়ে দেয়া। ওদের মধ্যে সাহসটা জাগানো। ওদের মধ্যে বিশ্বাসটা জাগানো যে ওরা পারবে এবং ওরা পারে। এই সাহসটা যদি ওদের নিজেদের মধ্যে না আসে তাহলে কিন্তু ওরা সব সময় একটু দ্বিধায় থাকবে, বিভ্রান্তিতে থাকবে। শট নির্বাচন কিংবা মারতে গিয়েৃ এটা হতে পারে। কাজেই ওটাই করার চেষ্টা করছি।’

‘ওরা সকলে বলছে, ওরা ইউনাইটেড। তাদের মধ্যে কোনো সমস্যা নেই। রান পাচ্ছে না ওরা নিজেরাও অবাক। আমাদের সারা দেশের মানুষ ক্রিকেটকে এতো ভালোবাসে, ক্রিকেটের প্রতি তাদের যে প্যাশন তারা যে কতটা কষ্ট পেয়েছে এটা চিন্তা করে ক্রিকেটারদের আরও বেশি খারাপ লাগছে। ওরাই তো সুপারস্টার ছিল সব সময়। এক-দুই দিনের না, এত বছরের ক্যারিয়ার ওদের। ওরা রান পাচ্ছে না, ওরা নিজেরাও তা মেনে নিতে পারছে না।’ পাপন বলেন, ‘এটাই ওদের বললাম। মানুষ এখন খারাপ বলবে। না বলার কোনো কারণই নেই। মানুষ ক্রিকেটকে ভালোভাসে বলেই তো এ ধরনের খেলা খেললে বা হারলে খারাপ বলবেই। মানুষজন বোর্ডকে বলবে, কোচিং স্টাফদের বলবে, খেলোয়াড়দের বলবে। এটা স্বাভাবিক। এটা নিয়ে আমরা একমত।’ ‘আমি ওদের একটা কথা বলেছি, খারাপ সময়ে মানুষজন খারাপ বলবেই। এটাই স্বাভাবিক। কারণ, ভালো সময়ে তো মানুষ মাথায় নিয়ে নাচে। তাহলে খারাপ সময়ে বলবে না কেন। এটা তাদের অধিকার। কিন্তু এই খারাপ সময়ে কেউ না থাকলেও আমরা আছি। কিসের জন্য আছি সামনে ওরা যেন ভালো খেলে সেজন্য। এই বিশ্বাসটুকু ওদের ওপর আমার আছে। আমাদের যেই শক্তি সামর্থ্য আছে সেটা দিয়েই আমাদের লড়তে হবে। আমরা ইচ্ছা করলেই এখন কোনো পরিবর্তন আনতে পারব না। খেলোয়াড় নয় শুধু, কোনো জায়গাতেই পরিবর্তন আনতে পারবো না। কাজেই এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনের ম্যাচগুলো ভালো খেলুক এই প্রত্যাশা তাদের কাছে।’