জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে এনায়েতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এক সময়ের কোর্ট কাঁপানো ব্যাডমিন্টন খেলোয়াড় এনায়েত উল্যা খান এখন বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টনের সাধারণ সম্পাদক। খেলা ছাড়ার পর জাতীয় দলের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। খেলোয়াড়, কোচ ও বর্তমানে সংগঠক এনায়েত বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে কিমিনোরির আতিথ্য গ্রহণ করেন সাবেক এই তারকা শাটলার। এ সময় বাংলাদেশের দুই প্যারা শাটলার (বিশেষ ক্রীড়াবিদ) এসএল-৪ ক্যাটাগরির ইমাম হোসেন এবং জয়তু ধর তার সঙ্গে ছিলেন। সাক্ষাৎকালে জাপানি রাষ্ট্রদূতের সহধর্মিনী ছাড়াও জাপান দূতাবাসের পাবলিক রিলেশন এন্ড কালচারাল সেকশনের ডেপুটি হেড ইয়ামামোতু কায়োহেই, মিৎসুবিশির ডিরেক্টর মিস্টার লি ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন। আগামী ৭-১২ নভেম্বর জাপানে অনুষ্ঠিত হবে ‘হিউলিক দাইহাৎসু জাপান প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল।’ আন্তর্জাতিক এ আসরে খেলার সুযোগ পেয়েছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি, বাংলাদেশ) পক্ষে বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টন। টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে একজন কোচ এবং দুজন খেলোয়াড় অংশ নিতে পারবেন। এনায়েত উল্যা খানের নেতৃত্বে আগামী ৪ নভেম্বর জাপানের উদ্দেশে তিন সদস্যের যে দলটি ঢাকা ছাড়বে সেই দলে কোচ হিসেবে থাকছেন এনায়েত নিজেই। এছাড়া দুই প্যারা খেলোয়াড় (বিশেষ ক্রীড়াবিদ) হলেন ইমাম হোসেন ও জয়তু ধর। জাপানের সার্বিক সহযোগিতা এবং যাবতীয় খরচে টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ।