কোহলির ম্যাচের সাক্ষী হতে ইডেনে বিশেষ আয়োজন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আগামী ৫ নভেম্বর কলকাতায় ইডেন গার্ডেনসে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলির একনিষ্ঠ ভক্তরা চাইছেন এই দিনটাকে বিশেষভাবে স্মরণীয় করতে। কারণ ৫ নভেম্বর ব্যাটিং অস্ত্র বিরাট কোহলি ৩৫ বছরে পা রাখবেন। আর বিরাটের জন্মদিনেই কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা।

যে ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। একেবারে হাউজফুল ইডেনই থাকবে সেদিন। অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে ক্রিকেটের নন্দনকাননের সব টিকিট। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলও (সিএবি) তৈরি বিরাটকে বিশেষভাবে সম্মান দেওয়ার পরিকল্পনা করেছে। সিএবি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলির সঙ্গে কথা বলেছিল সংবাদ সংস্থা পিটিআই। স্নেহাশীষ জানিয়েছেন যে, বিরাটের জন্য কী ভেবেছেন তারা। স্নেহাশীষ বলেছেন, ম্যাচে আগে কেক কাটার পাশাপাশি বিরাটের হাতে তুলে দেওয়া হবে বিশেষ মেমেন্টো। আশা করি, এ ব্যাপারে আমরা আইসিসি থেকে অনুমোদন পাব। আমরা বিরাটের জন্য দিনটা ভীষণ স্পেশ্যাল করতে চাই। আমরা ৭০ হাজার কোহলি মুখোশ বিতরণ করব। আমরা চাই সব ফ্যান কোহলির মুখোশ পরে মাঠে খেলা দেখুক। ২০১৩ সালে শচীন টেন্ডুলকার ক্যারিয়ারের ১৯৯তম টেস্ট খেলেছিলেন ইডেনে। সেবারও শচীনের জন্য বিশাল আয়োজন করেছিল ইডেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার (৪৯ সেঞ্চুরি)। বিরাট যদি তার জন্মদিনে সেঞ্চুরি করতে পারেন, তাহলে শচীনকেই ছুয়ে ফেলবেন তিনি। বিরাট যদি ৫০ নম্বর সেঞ্চুরি করে ফেলেন, তাহলে তিনিই শচীনের গদিতে বসবেন। মগডালে উঠে বসবেন রাজা। আর যে রেকর্ড বহুবছর অক্ষত থাকবে, সেকথা এখনই বলে দেওয়া যায়।