ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেসির হাতে আটটি স্বর্ণের আংটি রহস্য কী?

মেসির হাতে আটটি স্বর্ণের আংটি রহস্য কী?

যে প্যারিসে মাস কয়েক আগেও দুয়ো শুনেছিলেন, সে রোমান্সের শহরেই এবার ইতিহাসগড়া অষ্টম ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। ফুটবলের প্রেস্টিজিয়াস এই পুরস্কার জেতায় আগে থেকেই সবার সামনে ছিলেন তিনি। এবার সেটাকে তিনি আরো বাড়িয়ে নিলেন। এর পরই আর্জেন্টাইন মহাতারকার হাতে স্বর্ণখচিত আটটি আংটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে কৌতূহলের কমতি নেই ফুটবলভক্তদের! ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন আগেই জানিয়েছিল এবারের বিজয়ী নির্ধারণে বছর নয়, আমলে নেওয়া হবে মৌসুম। এর পরই মূলত ব্যালন হয়ে যায় এক ঘোড়ার দৌড়! মাঝে আর্লিং হালান্ডের ট্রেবল জয় কিছুটা চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত পার্থক্য নির্ণয় করে দিয়েছে সেই বিশ্বকাপটাই। ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত