বিশ্বকাপের মাধেই ইংলিশ অলরাউন্ডারের অবসর

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। টানা চার ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় সবার তলানিতে ইংলিশরা। সেমিফাইনালের সম্ভাবনা কার্যত শেষ। এমন ব্যর্থতার মাঝে ক’দিন আগে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে হারের বৃত্তে থাকা ইংল্যান্ড শিবিরে নতুন দুঃসংবাদ এসেছে। ১১ নভেম্বর ইডেন গার্ডেনে নিজেদের বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন অলরাউন্ডার ডেভিড উইলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় তিনি জানান, ‘কখনো এই দিনটির দেখা পেতে চাইনি। সেই শৈশব থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু অনেক সতর্কতার সঙ্গে চিন্তাভাবনা করে অনুশোচনার সঙ্গে বুঝলাম, আমার জন্য সেই সময়টা চলে এসেছে। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।’ দীর্ঘ সেই বার্তায় উইলি আরও বলেছেন, ‘খুব গর্ব নিয়ে আমি (ইংল্যান্ডের) জার্সিটি পরেছি এবং নিজের সবটুকু নিংড়ে দিয়েছি। সাদা বলের সংস্করণে দারুণ একটি দলের অংশ হতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করি, যেখানে বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছেন। কঠিন সময়ের পাশাপাশি বিশেষ কিছু স্মৃতি এবং বন্ধুও জুটেছে এ সময়ে। আমার স্ত্রী-সন্তান, বাবা ও মাকে বলছি, তোমরা ত্যাগ স্বীকার না করলে, সমর্থন না দিলে আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারতাম না। বিশেষ কিছু স্মৃতির জন্য ধন্যবাদ...আমি চিরকৃতজ্ঞ।’