অস্ট্রেলিয়ান শিবিরে বড় দুঃসংবাদ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই অজি ব্যাটার। গুজরাটে গলফের গাড়ি থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না ম্যাক্সওয়েল। কনকাশন ধরনের এই ইনজুরির কারণে দুঃসংবাদ পেয়েছে দুর্দান্ত খেলতে থাকা অস্ট্রেলিয়া।

তবে মাথায় চোট পাওয়ায় আহমেদাবাদে হতে যাওয়া আগামী ম্যাচে ইংলিশদের বিরুদ্ধে ম্যাক্সওয়েলকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বছরের মধ্যে দ্বিতীয়বার এমন অদ্ভুত ইনজুরিতে পড়লেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান। গুজরাটে গত সোমবার রাতে গলফ কার্টের পিছনে বসে ঘোরার সময় অসতর্কভাবে পড়ে যান ম্যাক্সওয়েল। আর তাতেই মাথায় আঘাতের পাশাপাশি মুখেও ক্ষত-বিক্ষত হন অজি অলরাউন্ডার। ইংলিশদের বিপক্ষে লড়াইয়ে গলফ খেলে সময় কাটাচ্ছিলেন অজি ক্রিকেটাররা।