ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপে হতশ্রী পারফরম্যন্স

কী বলছেন বাংলাদেশের প্রথম টেস্ট কোচ

কী বলছেন বাংলাদেশের প্রথম টেস্ট কোচ

প্রত্যাশা অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে টাইগারদের পরের দুই ম্যাচের গল্প শুধুই হতাশার। পরের ছয় ম্যাচে টানা হারে আশার বেলুন চুপসে যায়। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষেও হেরেছে সাকিব আল হাসানরা। টানা পাঁচ হারে সেমিফাইনাল থেকে ছিটকে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। শুধু বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াই নয় অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও। সবশেষ দুই ম্যাচে হারলে ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া আইসিসির এই বৈশ্বিক আসরে খেলা হবে না বাংলাদেশের। দলের এমন বিপর্যস্ত অবস্থার কারণ হিসেবে অনেককেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-সমর্থকরা। তবে এমন বাজে অবস্থার জন্য ব্যাটিং অর্ডারকেই দায়ী করেছেন বাংলাদেশ দলের প্রথম টেস্ট কোচ সারোয়ার ইমরান। বিশেষ করে টপ-অর্ডারে অস্থিরতাকে বড় করে দেখছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সরোয়ার ইমরান বলেন, ‘আপনি যদি জিজ্ঞেস করেন ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান কারা, পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান কারা, শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান কারা, বিশ্বকাপে খেলছে যেকোনো দলের টপ অর্ডার ব্যাটসম্যানের নাম আপনারা সবাই বলতে পারবেন। শুধু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান কারা আমরা বলতে পারব না।’ এমন অবস্থা নিয়ে ভালো ফলাফল আশা করা যায় না বলে উল্লেখ করেছেন সাবেক এই কোচ, ‘কালকে কে ওপেন করবে, পরশু কে ওয়ানডাউনে খেলবে সেটা আমরা জানি না। যে দলের টপ অর্ডার ঠিক হয়নি সেই দলের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যায় না।’ তামিমের অবসর প্রসঙ্গ এবং অধিনায়কত্ব নিয়েও কথা বলেছেন এই কোচ। সাবেক কোচের ভাষ্য, ‘প্রথম সমস্যা হলো তামিমের অবসর। অধিনায়কত্ব থেকে সরে যাওয়া, অপরিকল্পিত টপ অর্ডার, কেউ জানে না সে কোনো জায়গায় খেলবে। একটা প্লেয়ারের টপ অর্ডারে খেলতে হলে আলাদা অনুশীলন লাগে, আলাদা ট্যাকনিক লাগে। নতুন বলে সুইং থাকে, যে কাউকে এনে ওপেনিং করালাম পরে যারা আসবে তারা জানে যে আমি রান করতে পারলে আমি থাকব না। তানজিদ তামিমকে নিয়েও মুখ খুলেছেন তিনি, ‘তানজিদ তামিম ওপেনিং করল। সে হয়ত ভালো ব্যাটসম্যান, প্রতিভাবান কিন্তু বিশ্বকাপ দলে আসার মতো মনে হয় না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত।’ এদিকে বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে স্টার স্পোর্টসে সাবেক ভারতীয় তারকা ইরফান পাঠান বলেন, ‘বাংলাদেশের ভালো ক্রিকেটার আছে। কিন্তু দল হিসেবে সেই ক্রিকেটাররা একসঙ্গে পারফরম করতে পারছে না। এর মানে সামর্থ্যরে অভাব বাংলাদেশ দলের সমস্যা নয়। এই দলের আরো অন্য সমস্যা আছে। বাংলাদেশের ক্রিকেটকে এখন মাঠ ও মাঠের বাইরে দুই দিকের সমস্যা সমাধানেই মনোযোগী হতে হবে।’ বিশ্বকাপে মাঠে পারফর্ম করতে না পারা বাংলাদেশ বিশ্বকাপের আগে দাপিয়ে বেড়িয়েছে মাঠের বাইরের ঘটনায়। বাংলাদেশের ক্রিকেটে এমন চিত্র অবশ্য হরহামেশাই দেখা যায়। এ দেশে মাঠের ক্রিকেট নিয়ে যত না বেশি আলোচনা তার চেয়ে বেশি কথা হয় মাঠের বাইরের নানান ইস্যু নিয়ে। এবারের বিশ্বকাপে যাওয়ার আগে তামিম ইকবালের স্কোয়াডে না থাকা নিয়ে বড় একটা ঘটনাই ঘটেছে। মাঠের বাইরের এসব ঘটনা বিশ্বকাপের পারফরম্যান্সে যে প্রভাব ফেলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। ইরফান মনে করেন, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টদের ভুল ও বাজে সব সিদ্ধান্তের কারণে এদেশের ক্রিকেট ডুবছে। সেই সঙ্গে ভারতের সাবেক এই পেসার মনে করিয়ে দিয়েছেন, তামিমের সঙ্গে করা আচরণ মোটেও উচিত হয়নি। ইরফান বলেন, ‘আমি সব সময়ই বলি, বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের ক্রিকেট ডুবছে। আমরা তাদের মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কথা জানি। বিশ্বকাপে বাংলাদেশ দলে তামিম ইকবাল নেই কেন! এই দলে অবশ্যই তামিমের থাকা উচিত ছিল।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত