এবার দেশে ফিরলেন লিটন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চলমান বিশ্বকাপের মাঝে দেশে ফিরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। সেই সোমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লিতে সতীর্থদের রেখে দেশে ফিরলেন ওপেনার লিটন দাস। কলকাতায় পাকিস্তানের বিপক্ষে খেলে গত বুধবার বাংলাদেশ দল দিল্লিতে এলেও লিটনের গন্তব্য ছিল ভিন্ন। দল থেকে ছুটি নিয়ে এই ওপেনার ফিরেছেন দেশে। তবে শিগগিরই আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কলকাতায় বাংলাদেশের দুই ম্যাচের আগে এরকম ছোট্ট বিরতি নিয়ে দেশে গিয়েছিলেন সাকিব আর হাসানও। বাংলাদেশ অধিনায়কের ফেরার কারণ ছিল শৈশবের কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করা। তবে লিটনের ছুটির কারণ ভিন্ন বলে জানালেন টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, ‘বিশেষ পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন লিটন। খুব জরুরি একটি মেডিকেল ইমার্জেন্সির কারণে গিয়েছে। আজকে তো আমরা দিল্লি এলাম, কালকে এমনিতেও দলের প্র্যাকটিস নেই। বিশ্রামের দিন। পরশু সন্ধ্যায় আমাদের প্র্যাকটিস। সব ঠিকঠাক থাকলে প্র্যাকটিসের আগেই লিটন আবার দলের সঙ্গে যোগ দেবে।’ দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াই আগামী সোমবার। যথেষ্ট সময় তাই ম্যাচের আগে আছে এখনও। বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার রথ থামেনি কলকাতায়ও। নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিত হারের পর তারা বাজেভাবে হেরে গেছে পাকিস্তানের বিপক্ষেও। টানা ছয় হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও এখন সুতোয় ঝুলছে। সম্ভাবনা জিইয়ে রাখতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই।