ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জামালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পুলিশ

জামালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পুলিশ

চলমান স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চলেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে ক্লাবটি। অবশ্য দুই দলেরই কোয়ার্টার নিশ্চিত হয়েছিল আগেই। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ। জামাল হয়েছে ‘এ’ গ্রুপের রানার্স আপ। এই গ্রুপের অন্য দল ব্রাদার্স ইউনিয়ন পরপর দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। ৩ মিনিটে ফ্রি কিক পায় শেখ জামাল। ব্রাজিলিয়ান হিগরলেটার ফ্রি কিক চলে যায় বারের উপর দিয়ে। ৭ মিনিটে পুলিশের মানাস কারিপপের ফ্রি কিক বক্সে হেডে ক্লিয়ার করেন জামালের এক ডিফেন্ডার। ৯ মিনিটে বা প্রান্ত থেকে গার্সিয়ার ক্রসে হেড নিয়েছিলেন পুলিশের মোনায়েম খান রাজু। তবে জামালের রক্ষণের বাধায় গোল আদায় করতে পারেননি। ১২ মিনিটে জামালের ফয়সাল আহমেদ ফাহিম দারুণ একটা পাস বাড়িয়েছিলেন বক্সে। তবে বল রিসিভ করতে পারেননি তার কোনো সতীর্থ। ২৫ মিনিটে বল নিয়ে জামালের বক্সে ঢুকে পড়েন কিরমানি। কিন্তু তার থেকে বল ছিনিয়ে নেন ফয়সাল আহমেদ ফাহিম। ২৭ মিনিটে একটি থ্রু থেকে বক্সে জটলার মধ্যে একটি আক্রমণের সুযোগ এসেছিল পুলিশের। বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি কিরণ। বক্সের মাথায় কোনায় দাঁড়িয়ে থাকা পুলিশের ফুটবলার মানাস কারিপপ দূরপাল্লার জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন (১-০)। ৪৪ মিনিটে বা প্রান্ত থেকে জামালের থ্রু ইন বক্সে ক্লিয়ার করেন জয়ন্ত। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬২ মিনিটে কিরণের ক্রসে দারুণ একটা সুযোগ এসেছিল জামালের। দৌড়ে এসে বলের দখল নিতে চেয়েছিলেন সাজ্জাদ।

কিন্তু বল ক্লিয়ার করে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। ৬৫ মিনিটে বক্সে বল নিয়ে ঢুকে পড়েন জায়েদ। তবে গার্সিয়া দারুণ দক্ষতায় বল ক্লিয়ার করে আবারও জামালকে গোলের সুযোগ সৃষ্টি করতে বাধা দেন। এর ঠিক ২ মিনিট পরই আরো একটি সুযোগ এসেছিল জামালের। হিগরলেটার বাড়িয়ে দেয় বল নিয়ে বক্সে ঢুকে পড়েন সাজ্জাদ। গোলরক্ষককে একাও পেয়ে গিয়েছিলেন। তবে ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হন। পুলিশের গোলরক্ষক আহসান হাবিব বিপু সামনে এগিয়ে এসেই মূলত জামালের সুযোগটি নস্যাৎ করেন। ৮৭ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের কোনাকোনি শট অল্পের জন্য জড়ায়নি জালে। অসংখ্য সুযোগ সৃষ্টি করেও শেষ পর্যন্ত কাংখিত গোলের দেখা পায়নি জামাল। যে কারণে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত