দিল্লিতে দলের সঙ্গে যোগ দিলেন লিটন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে নিজেদের সবশেষ ম্যাচেও হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। কলকাতায় পাকিস্তানের বিপক্ষে হেরে বাংলাদেশ দল পরবর্তী ম্যাচের ভেন্যু দিল্লির উদ্দেশে যাত্রা করেছিল তখন লিটন দাসের গন্তব্য ছিল ভিন্ন। সন্তানসম্ভবা স্ত্রীকে দেখতে বিশ্বকাপের মাঝে গত বুধবার দেশে এসেছিলেন এই ওপেনার। দুই দিনের ছুটি শেষে গতকাল শুক্রবার আবার দলের সঙ্গে যোগ দেন তিনি। বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম এই তথ্য নিশ্চিত করেছেন। সকালের ফ্লাইটে ঢাকা থেকে রওয়ানা হয়ে দুপুরে দিল্লিতে পৌঁছে যান লিটন। গত মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় বাংলাদেশ দল। আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় টুর্নামেন্ট থেকেও। ওই ম্যাচে দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে ৪৫ রান করেন লিটন। ম্যাচের পরদিন বুধবার দেশে ফেরেন বাংলাদেশের ওপেনার।

দলের পক্ষ থেকে জানানো হয়, জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরতে হয় তাকে। জানা যায়, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছিলেন তিনি। তবে লিটন নিজে এই ব্যাপারে কিছু জানাননি। ছোট্ট ছুটি কাটিয়ে তিনি ফিরলেন সময়মতো। এর আগে বিশ্বকাপের মাঝে দুই দিনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার ফেরাটা ছিলো কিছুটা অদ্ভুত। মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দেশে ফিরে শৈশোবের কোচের সঙ্গে অনুশীলন করেন সাকিব। আচমকা অধিনায়কের দেশে ফিরে অনুশীলন করা জন্ম দেয় বিতর্কের। এদিকে, শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা থেকে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সকালে সিদ্ধান্ত বদলে যায়। অনুশীলন বাতিল করে আরো একদিন বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শনি ও রোববার দুই দিন অনুশীলন করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হবেন সাকিব আল হাসানরা। আগামী সোমবার দুপুর আড়াইটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করতে ম্যাচটি জেতার বিকল্প নেই। ভারতের কাছে ৫৫ রানে গুটিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়া লঙ্কানদের জন্যও সমীকরণ কাছাকাছি।