‘বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের হার সত্যিকারের অঘটন’

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। পরের ছয় ম্যাচে হেরে আগে ভাগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন সাকিব আল হাসানরা। তবে প্রথম ম্যাচে পরাজিত আফগানরা চমক দেখিয়ে একের পর এক জয় তুলে নিয়েছে। নিজেদের ক্রিকেট ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপ মঞ্চে অংশ নিয়ে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে নবি-রশিদরা। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের কাছে হারের স্বাদ পেয়েছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। চতুর্থ দল হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ যায় পায় শাহিদির দল। সাত ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা আফগানদের হাতছানি দিয়ে ডাকছে সেমিফাইনালের মঞ্চ। নিজেদের পরবর্তী দুই ম্যাচে জয় পেলেই পূরণ হয়ে যেতে পারে সে স্বপ্নও। অথচ বাংলাদেশের বিপক্ষে বড় পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয় আফগানদের। টাইগারদের কাছে রীতিমতো বিধ্বস্ত দলটি। কিন্তু বিশ্বকাপ যত সামনের দিকে এগিয়েছে তত নিজেদের প্রমাণ করে চলছে আফগান ক্রিকেটাররা। আর উল্টা চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। প্রথম জয়ের পর টানা ছয় ম্যাচ হেরেছে সপ্তামবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ। সবার আগে টুর্নামেন্ট থেকেও ছিটকে পড়েছে সাকিবের দল। তাইত দারুণ খেলতে থাকা আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারাই বিশ্বকাপের সত্যিকারের অঘটন মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার কাছে। গত ৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়া ওই ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।

আগে ব্যাটিং করে আফগানিস্তান থেমে যায় ১৫৬ রানে, বাংলাদেশ তা টপকে যায় ৬ উইকেট হাতে রেখে। পরের ম্যাচেও হেরেছিল আফগানিস্তান। ভারতের বিপক্ষে তারা হেরেছিল ৭ উইকেটে। এরপর ইংল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানের জয়যাত্রা শুরু হয়। সে যাত্রায় শুধু একবার ছেদ পড়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে হারে। আকাশ চোপড়ার চোখে বাংলাদেশের জয় তাই অঘটন। নিজের অফিসিয়াল এক্সে (টুইটার) তিনি লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার এই বিশ্বকাপের সত্যিকারের অঘটন, যেটা বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করত, তারা আজই (শুক্রবার) সেরা চারে চলে যেত।’