ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোয়ার্টার ফাইনালে মোহামেডান-রহমতগঞ্জ

কোয়ার্টার ফাইনালে মোহামেডান-রহমতগঞ্জ

স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব বেশ চমক জাগানিয়া। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও বিদায় নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিজ এফসি। আবার গোল পার্থক্যে ভাগ্যবদলে শেষ আটে চলে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ। গতকাল শনিবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা মোহামেডান ১-১ গোলে ড্র করে ফর্টিজ এফসি’র সঙ্গে। অন্যদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে ঢাকা আবাহনী ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। মোহামেডান ও ফর্টিজ এফসি’র ম্যাচটি ড্র হওয়ায় ‘সি’ গ্রুপের তিন দলেরই সমান ২ পয়েন্ট হয়। শুধু সমান ২ পয়েন্টই নয় মোহামেডান, ফর্টিজ ও সেনাবাহিনীর গোল ব্যবধানও সমান শূন্য এবং হেড টু হেডও সমান ড্র। তাই কোয়ার্টার ফাইনালের জন্য গ্রুপের সেরা দুই দল নির্ধারিত হয়েছে বেশি গোল দেয়ার হিসেবে। দুই ম্যাচে মোহামেডান সর্বাধিক ৩ গোল দিয়ে গ্রুপের সেরা এবং সেনাবাহিনী দুই গোল দিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে চলে গেল। এই নিয়মে বাদ পড়েছে ফর্টিজ ফেসি। যদিও ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত তারাই এগিয়েছিল। ভেলরি হৃষির গোলে ১-০ গোলে ফর্টিজ জিতলে তারাই গ্রুপের চ্যাম্পিয়ন হতো এবং মোহামেডান বাদ পড়ত। ৭৩ মিনিটে আবেদিন রাকিবের গোলে মোহামেডান ম্যাচে সমতা এনে গ্রুপের হিসাব নিকাশ পালটে দেয়। ‘বি’ গ্রুপ থেকে ঢাকা আবাহনীর কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত ছিল। কাল শেখ রাসেলের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার। ঢাকা আবাহনী শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে সেরা হয়েছে। জয়ী দলের হয়ে ২ গোল করেন দুই ব্রাজিলিয়ান জোনাথন এবং ওয়াশিংটন। আবাহনীর এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পুরান ঢাকার রহমতগঞ্জ। ‘বি’ গ্রুপে শেখ রাসেল ও রহমতগঞ্জ দুই দলেরই সমান ৪ পয়েন্ট। দুই দলের হেড টু হেড ড্র। রহমতগঞ্জের গোল ব্যবধান +১ এবং রাসেলের -১। গোল ব্যবধানে এগিয়ে থাকায় রাসেলের পরিবর্তে রহমতগঞ্জ স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল চলে গেছে। এদিকে স্বাধীনতা কাপে গ্রুপ পর্বের আর একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। বসুন্ধরা কিংসের এএফসি কাপ ও জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্বাধীনতা কাপ তিন সপ্তাহের বেশি সময় স্থগিত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত