ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ উজবেকিস্তান যাচ্ছে হ্যান্ডবল দল

আজ উজবেকিস্তান যাচ্ছে হ্যান্ডবল দল

আইএইচএফ ট্রফি কন্টিনেন্টাল এশিয়া পর্বে খেলতে আজ উজবেকিস্তান যাচ্ছে অনূর্ধ্ব-১৭ মেয়ে হ্যান্ডবল দল। ৬-১১ নভেম্বর তাসখন্দে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

যেখানে লাল সবুজের মেয়েদের প্রতিপক্ষ হংকং ও স্বাগতিক উজবেকিস্তান। ডাবল লিগ পদ্ধতিতে প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলবে।

সেরা দল বিশ্বকাপ হ্যান্ডবলের বাছাইয়ে খেলার সুযোগ পাবে। মূলত ঢাকায় অনুষ্ঠিত আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফিতে মালদ্বীপ, নেপাল ও শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই উজবেকিস্তানে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। তাসখন্দগামী দলের সদস্যরা হল- রিয়া চৌধুরী, মেহেরুন নেসা, সুমি আক্তার, বৃষ্টি খাতুন, মিতু রানী, সাকিবা জান্নাত (অধিনায়ক), শরমা মুনতাহা, পূর্ণতা রহমান (সহ-অধিনায়ক), সুমাইয়া আক্তার, মোহতাফিন এজহার, মাহি খাতুন, আয়শা খাতুন, মিথিলা আক্তার ও তাহেরা আক্তার।

এছাড়া দলের সঙ্গে যাচ্ছেন কোচ ডালিয়া আক্তার, ম্যানেজার সালাউদ্দিন ও শফিকুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত