ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পিসিবির গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন আফ্রিদি!

পিসিবির গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন আফ্রিদি!

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছিল পাকিস্তান দল। তবে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাবর আজমরা। সেমিফাইনাল থেকে প্রায় ছিটকেই পড়েছে তারা। এমন পরিস্থিতিতে দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে জরুরি আলোচনায় বসেছিলেন পিসিবির প্রধান জাকা আশরাফ। লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে দুইজনের শ্বাসরুদ্ধকর বৈঠকের কথা জানায় পাকিস্তানি গণমাধ্যম। যেখানে বলা হয়, পাকিস্তানের অন্তর্র্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ার উল-হক-কাকরের সঙ্গে দেখা করার পরের দিনই পিসিবি প্রধান আশরাফের সঙ্গে বৈঠক করেছেন আফ্রিদি। তবে দেশটির সাবেক তারকা অলরাউন্ডারকে বোর্ডের কোনো পদে আনা হবে কি না, সেটা এখনো স্পষ্ট নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা যায়, আফ্রিদি এবং আশরাফের মধ্যে বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে কথা হয়েছে। সামনের দিনগুলোতে দলকে কীভাবে এগিয়ে নেয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে দুইজনের মাঝে। এছাড়া তৃণমূল স্তর থেকে ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার রাস্তা খোঁজার চেষ্টা করা কথা জানায়। শহিদ আফ্রিদি কিছু দিনের জন্য পাকিস্তান দলের প্রধান নির্বাচক হয়েছিলেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমাকে প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন। আমি তার সঙ্গে দেখা করি। তিনি তরুণ ক্রিকেটারদের তুলে আনার ব্যাপারে আগ্রহী। আমাকে বোর্ডের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেছেন তিনি। আমি সময় চেয়েছি সিদ্ধান্ত নেয়ার জন্য। এই মুহূর্তে পাকিস্তানের একটা পরিকল্পনা প্রয়োজন। সেটা নেই বলেই এখন ভালো ফল করতে পারছে না তারা।’ আফ্রিদিকে কোন দায়িত্ব দেয়া হবে, তা পাক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি। সূত্রের খবর, আফ্রিদি যে ধরনের ভাবনার কথা বলেছেন তা বোর্ড প্রধান আশরফের পছন্দ হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত