ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘পাকিস্তান সত্যিই আনপ্রেডিক্টেবল দল’

‘পাকিস্তান সত্যিই আনপ্রেডিক্টেবল দল’

পাকিস্তান ও বিশেষ করে দলটির ওপেনার ফখর জামানের প্রশংসা করে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, সত্যিই দলটি আনপ্রেডিক্টেবল। গত শনিবার বৃষ্টিবিঘ্নিত গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ২১ রানে পরাজিত করেছে পাকিস্তান। তরুণ তারকা রাচিন রবিন্দ্রর তৃতীয় সেঞ্চুরিতে ভর করে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় সমান স্কোর গড়ে। ইনজুরি কাটিয়ে দলে ফেরা উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৯৫ রানের ঝকঝকে ইনিংস। বিশ্বকাপ থেকে বিদায় এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের। পাওয়ার হিটিং দিয়ে শুরু থেকেই পাকিস্তান কিউই বোলারদের উপর চড়াও হয়। ৮১ বলে ওয়ানডেতে ১১তম সেঞ্চুরি পূর্ন করে ১২৬ রানে অপরাজিত থাকা ফখর ১১টি ওভার বাউন্ডারি ও আটটি বাউন্ডারি হাঁকিয়েছেন। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হবার আগে অধিনায়ক বাবর আজম ৬৩ বলে করেছিলেন ৬৬ রান। ২৫.৩ ওভাবে ১ উইকেটে ২০০ রান করার পর বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। এরপর জয়ের জন্য পাকিস্তানের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩৪২ রান। কিন্তু এরপর আর ম্যাচ শুরু না হওয়ায় ডিএল পদ্ধতিতে ওই সময় ২১ রানে এগিয়ে থাকা পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়। টুর্নামেন্টে চার ম্যাচে জয়ী হয়ে দারুণ শুরু করা নিউজ্যিলান্ড এখন টানা চার ম্যাচে পরাজয়ের স্বাদ পেল। উইলিয়ামসন বলেছেন, ‘আজ পাকিস্তানের কাছ থেকে আমরা সত্যিই বিশেষ কিছু দেখেছি। ফখর যখন ব্যাটিংয়ে নামে তাকে দেখে মনে হয়েছে মাঠটা তার কাছে খুবই ছোট। সে শুধুমাত্র সঠিক জায়গায় সবগুলো শট খেলেছে। আজ তারা যা অর্জন করেছে সেজন্য পাকিস্তানকে কৃতিত্ব দিতেই হয়।’ উইলিয়ামসন আরো বলেন, ‘আমরা মনে করেছিলাম এত বড় রান সত্যিই আজ আমাদের এগিয়ে রাখবে। বোলিংয়ে আমাদের বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল। একইসঙ্গে আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। পাকিস্তানের কাছ থেকে আমরা কিছুই ছিনিয়ে নিতে পারিনি। অসাধারণ খেলা উপহার দিয়ে তারাই আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে।’ আগামী শনিবার কলকাতায় শেষ ম্যাচে ইংল্যান্ডের মোকাবিলা করবে পাকিস্তান। কিউই অধিনায়ক বলেন, ‘আমি মনে করি আমাদের দুই দলের পরিস্থিতি একই রকম। অন্য দলগুলোর ফলাফলের উপর আমরা নির্ভরশীল নই। বিশ্বকাপে সবকিছুই সম্ভব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত