ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ব টেনিস ট্যুর শুরু

বিশ্ব টেনিস ট্যুর শুরু

বিশ্বের ১৩ দেশের ৯৪ জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে বিশ্ব টেনিস ট্যুর জুনিয়র, গ্রুপ-৫ এর খেলা। তার আগে গত রোববার বেলা ৪টায় নবসজ্জিত শেখ জামাল জাতীয় টেনিস কোর্ট এবং প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সভাপতিত্বে এ সময় সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশন, নেদারল্যান্ডস, ভারত, ইরাক, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও স্বাগিতক বাংলাদেশের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। যার মধ্যে ৬২ জন বালক ও ৩২ জন বালিকা রয়েছে। প্রাথমিক খেলা শেষে আটজন করে বালক ও বালিকা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতার উদ্বোধনের পূর্বে রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের আধুনিকায়নের নামফলক উন্মোচন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত