ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যাংককে ঝড়ো হওয়ার কবলে আর্চাররা

ব্যাংককে ঝড়ো হওয়ার কবলে আর্চাররা

ভারি বৃষ্টি আর ঝড়ো হাওয়ার কবলে বাংলাদেশের আর্চাররা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে থাইল্যান্ডে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মহিলা কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শেষ করতে পারেননি আয়োজকরা। তবে রোববার ব্যাংককে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ একক ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭৮ জন আর্চারের মধ্যে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৬৮ স্কোর করে ১১তম, মো. সাগর ইসলাম ৬৫৭ স্কোর করে ৩৩তম এবং মো. রোমান সানা ৬৪০ স্কোর করে ৪৪তম হন। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ১৯টি দলের মধ্যে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ সাগর ইসলাম ও মো. রোমান সানা) মোট ২১৬০ স্কোরের মধ্যে ১৯৬৫ স্কোর করে অষ্টম হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত