জাতীয় দলের ক্যাম্প শুরু

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই শুরু হয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাই। মালদ্বীপকে হারিয়ে এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে উঠেছে বাংলাদেশ। সেখানে লাল-সবুজ দলের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে স্বাগতিকদের বিপক্ষে লড়তে হবে জামালদের। ওই ম্যাচ খেলেই আবার ২১ নভেম্বর ঢাকায় কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে হোম ম্যাচ। এই দুই ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। গতকাল সোমবার সকালে কিংসের ১০ ফুটবলার বাদে বাকি ২০ জন ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেন। বিকেলেই শিষ্যদের নিয়ে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে প্রস্তুতিতে নেমে পড়েন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। জাতীয় দলে খেলতে ডেনমার্ক থেকে সকালেই উড়ে এসেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আর্জেন্টিনায় লিগের বিরতিতে ডেনমার্কে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই উঠেছেন ঢাকার ফ্লাইটে। বাসায় কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে জাতীয় দলের ক্যাম্পে উঠেন জামাল। আজ মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপের বিপক্ষে ম্যাচ শেষে কিংসের ১০ ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বৃহস্পতিবার।