এশিয়ান আর্চারি

প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্টে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ নামবেন লাল-সবুজের তীরন্দাজরা। গতকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ১৭টি দলের মধ্যে বাংলাদেশ (সীমা আক্তার শিমু, দিয়া সিদ্দিকী ও মোসাম্মৎ মনিরা আক্তার) মোট ২১৬০ স্কোরের মধ্যে ১৮৮২ স্কোর করে নবম হয়। ইলিমিনেশন রাউন্ডে বাংলাদেশ বাই পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে। আগামীকাল বুধবার মালয়েশিয়ার বিপক্ষে নিশানাভেদের লক্ষ্যে খেলবেন দিয়ারা।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ২১টি দলের মধ্যে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও সীমা আক্তার শিমু) ১৪৪০ স্কোরের মধ্যে ১৩১০ স্কোর করে সপ্তম হয়। ইলিমিনেশন রাউন্ডের ১/১২ খেলায় বাই পেয়ে বাংলাদেশ ১/৮ খেলায় উন্নীত হয়।

১/৮ খেলায় আজ বাংলাদেশ কাজাখস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া রিকার্ভ মহিলা একক ইভেন্টে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৬৮ জন আর্চারের মধ্যে বাংলাদেশের সীমা আক্তার শিমু ৬৪২ স্কোর করে ২০তম, দিয়া সিদ্দিকী ৬২৮ স্কোর করে ৩২তম ও মোসাম্মৎ মনিরা আক্তার ৬১২ স্কোর করে ৫০তম হন।